ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নবীগঞ্জে ছাত্রলীগ নেতার অডিও ফাঁস নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার
mzamin

নবীগঞ্জে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান আহমেদ রেজার অডিও ক্লিপ নিয়ে তোলপাড় চলছে। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে দিয়ে ছাত্রদল নেতা সাকিলকে পা ভেঙে দেয়ার জন্য ৫ লক্ষ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ই অক্টোবর বিকাল তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে প্রধান অভিযুক্ত ইমরান আহমেদ রেজার নেতৃত্বে ত্রাসের রাজত্ব কায়েম হয়। ছাত্রলীগ সন্ত্রাসীরা ওই এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতির একপর্যায়ে ২৮শে অক্টোবর কিবরিয়া চত্বরে সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা তানহা চৌধুরীর সমর্থনে স্থাপিত বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করে। এসময় যারা এগুলো লাগিয়েছে সেসব বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার সময়ে ছাত্রদল নেতা সাকিল আহমদ কিবরিয়া চত্বর সংলগ্ন ফুলকলিতে ছিলেন। এসময় সাকিল ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর ছাড়াও হত্যার হুমকি দেয়া হয়। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সাকিলকে শিক্ষা দেয়ার জন্য বাহুবল উপজেলার কথিত একটি অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় আসামি করে হয়রানি করে। পটপরিবর্তনের পর সাকিল আউশকান্দি কিবরিয়া চত্বরে বিভিন্ন বিলবোর্ড ও ফেস্টুন স্থাপনের উদ্যোগ নেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা ইমরান আহমেদ রেজা তার সহযোগীদেরকে বলে সাকিলকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকমীকে দিয়েই পা ভেঙে লোলা করার জন্য ৫ লক্ষ টাকার বাজেট করেছি। উল্লেখিত নির্দেশনার ভিডিও ক্লিপ নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনে তীব্র ক্ষোভ দেখা দেয়। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে থানায় মামলা হয়। দায়েরকৃত মামলায় উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ রেজার সহযোগীরা হলো- উপজেলার দেওতৈল গ্রামের জাহেদ আহমদ, বাউশা গ্রামের মহিবুর রহমান চৌধুরী, আউশকান্দি বাজারের নিলয় ধর, জালালপুর গ্রামের রাফু খান, উমরপুর গ্রামের শাহ তপু আহমেদ, আমকুনা গ্রোমের নাছিম চৌধুরী,কানাইপুর গ্রামের মিটু শীল। এ ঘটনায় গত ১৮ই সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হলেও পুলিশ রহস্যজনক নীরবতা পালন করছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

হাজারো অপরাধের জনক, ইন্ডিয়ার অন্যায় স্বার্থের দেখভালকারী এই আওয়ামীলীগ এদেশে কথা বলার অধিকার কোথায় পায়, এদের বিচার কেন হয় না, দল কেন নিষিদ্ধ হয় না?

এ দেশের নাগরিক
২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৮ অপরাহ্ন

আওয়ামী লীগের সন্ত্রাসীরা দুর্নীতিবাজেরা গত ১৫ বছরে লুটপাট চাঁদাবাজি করে বিপুল সম্পদের মালিক হয়েছে এটাই তার প্রমান দেশকে যদি প্রকৃতপক্ষে শান্তিময় করতে হয় তবে এই আওয়ামী লুটপাটকারী ও সন্ত্রাসীদের এবং তাদের দোসরদের গ্রেফতার করতে হবে এবং সকল অবৈধ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না হলে তারা এরকম সন্ত্রাসী কর্মকান্ড টাকার বিনিময়ে করাতে থাকবে এরা এই গণঅভ্যুত্থানে পাওয়া বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না

Adv.N.I.Bhuiyan
২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫০ পূর্বাহ্ন

খুনী দল টাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

Lima
২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status