বিনোদন
হঠাৎ আলোচনায় মাহি
স্টাফ রিপোর্টার
২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার
হঠাৎ আলোচনায় উঠে এসেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেড় মিনিটের একটি নাচের ভিডিও প্রকাশ করেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। ভিডিওতে তাকে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে। যেখানে তার আবেদনময়ী রূপ এবং নান্দনিক অঙ্গভঙ্গি অনেকেই পছন্দ করেছেন।
পাঠকের মতামত
গুরুত্বপূর্ণ খবর যা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করবে।
এটা কি নিউজ হলো?
মুরাদ টাকলার সাথে ফোনালাপ ফাঁসের সময় সে ছিলো মক্কায়। উমরা করতে গিয়েছিলো। আবার সাংবাদিক ভাই বলছেন নাচের ভিডিও দেখেছেন। মাহী’রা তো দেখি আরেক ধর্ম ব্যবসায়ী!! তার উমরা পালন করে এসে লাভ হলো কি? সাংবাদিক ভাই, আপনি দেখেছেন ভালো কথা। এটা সবাইকে জানানোর কি আছে? এসব প্রোমোট করে তো ভালো কিছু জমা হবেনা, আপনার হিসাবের খাতায়। ভালো কিছু প্রোমোট করেন, সেটা আপনার জন্য এবং জাতির জন্য কল্যাণকর হবে।
তাকে মুরাদ টাকলা ও হাসান মাহমুদের সেবায় উপস্থাপনের দাবি জানাই।
ধন্যবাদ কর্তৃপক্ষকে এমন গুরুত্বপূর্ণ খবর প্রকাশের জন্য।