বাংলারজমিন
কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারকেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের সহযোগিতায় গতকাল সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ২৩ শত ছাত্রী রয়েছে। পাঁচজন ডাক্তার পর্যায়ক্রমে এই ছাত্রীদেরকে চিকিৎসা সেবা দেবেন। ফ্রি মেডিকেল ক্যাম্প এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ ইবনে সিনা শাখার জোনাল ইনচার্জ মো. বুরহানুদ্দীন রব্বানী । এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আব্দুল হাই, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার গোবিন্দ চন্দ্র সাহা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার আমেনা বেগম লাকি, শিশু বিভাগ কনসালটেন্ট রফিকুজ্জামান ও খাদ্য ও পুষ্টিবিদ নাগমা জাহান। এই মেডিকেল টিমটি সকাল দশটায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা রোগীদের সেবা দেবেন।