বাংলারজমিন
বড় ভাইয়ের মৃত্যু সংবাদে ছোট বোনের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছোট বোন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধান্যঘরা নিজ বাসায় এমন ঘটনা ঘটে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের শাহাবুদ্দিন ভিকুর বড় ছেলে আরজুল্লা (৫৫) দুপুরে নিজ বাড়িতে স্ট্রোক-জনিত কারণে মৃত্যুবরণ করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। এদিকে একই ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের মিজা কল্লার স্ত্রী মৃত আরজুল্লার ছোট বোন উক্তন নাহার খাতুন (৪৫) ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসেন ভাইয়ের বাড়িতে।
ভাইয়ের মৃত্যুতে কান্নাকাটির একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও। পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গতকাল বিকালে বাদ-আছর নামাজের পর বড়ভাই আরজুল্লাকে ও অপরদিকে ছোট বোন উক্তন নাহার খাতুনকে ঠাকুরপুর স্বামীর বাড়ি বাদ মাগরিবের পর জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় বলে জানান পরিবারের লোকজন। স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন দুই ভাই-বোন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।