বাংলারজমিন
নাসিরে তটস্থ আশুগঞ্জ, দল থেকে বহিষ্কার
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার‘ঠেঙ্গডি যহন উপরে উডাইয়া বাইরামু, তহন চিনবে তোর বাপরে’। এভাবেই এক ইউপি সদস্যকে হুমকি দেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তাকে দফায় দফায় হুমকি দেয়া হয়। সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল রানাকে বাড়ি থেকে ধরে আনার জন্য লোক পাঠান নাসির। শেষ পর্যন্ত এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি।
এ ছাড়াও দলের নেতা কর্মীদেরকে হুমকি-ধামকি, মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সরকার পতনের পর আশুগঞ্জকে তটস্থ করে তুলেন বিএনপি’র এই নেতা। এসব অভিযোগের প্রেক্ষিতে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে নাসিরকে। গতকাল জেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আবদুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়, সুস্পষ্ট প্রমাণসাপেক্ষে মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে নাসির মুন্সিকে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ১৬ই সেপ্টেম্বর তাকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। যাতে ইউপি সদস্য সোহেলের সঙ্গে তার ফোনালাপের রেকর্ড এবং দুর্গাপুর-বাহাদুরপুর এলাকার বিএনপি নেতা নোমান মিয়াসহ কয়েকজন বিএনপি নেতা তার হয়রানির শিকার হয়েছেন বলে জেলা বিএনপি’র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে উল্লেখ করা হয়। এতে দলের ভাবমূর্তি, সুনাম ও মর্যাদা ভীষণ ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে জেলা বিএনপি’র কারণ দর্শানোর নোটিশে ৩ দিনের মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছিল।