ঢাকা, ১৩ অক্টোবর ২০২৪, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

কমালা হ্যারিসের জন্য সুইফটিজ

মানবজমিন ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। কমালা হ্যারিসকে জো বাইডেন সমর্থন দেয়ার পর থেকেই ডেমোক্রেট শিবির চাঙ্গা হয়েছে। সবাই এক হয়ে মাঠে নেমেছে। তার সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে পশ্চিমা মিডিয়াগুলোর বিশ্লেষণ, জরিপে কমালা হ্যারিসের জয় সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। সঙ্গে যোগ হয়েছে প্রভাবশালী সেলিব্রেটিদের সমর্থন। এর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করতে হয় টেলর সুইফটের কথা। তিনি কমালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এ জন্য কমালা হ্যারিস যে শুধু টেলর সুইফটের ভোট পাবেন এমন না। একই সঙ্গে টেলর সুইফটের কোটি কোটি ভক্তের ভোটও তিনি পাবেন। তাদেরকে সুইফটিজ ফর কমালা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইনস্টাগ্রামে কমালা হ্যারিসকে টেলর সুইফট সমর্থন দেয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই সুইফটের লাখ লাখ ভক্ত ঘুরে গিয়েছিলেন হ্যারিসের দিকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে আরও বলা হয়, প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা দেয়ার পরপরই কমালা হ্যারিসের প্রচারণার জন্য যে সুইফটিজ আছে তাদের নির্বাহী পরিচালক মিস আইরিন কিম (২৯) দিনের ১৪ ঘন্টা সময় ব্যয় করছেন। এ সময়ে তিনি সুইফটিজদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন। টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর কমপক্ষে ৫টি ইভেন্টে যোগ দিয়েছেন তিনি। সেখানে ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছেন হ্যারিস প্রচারণা।  হ্যারিসকে সমর্থনকারী অন্য মেগা ভক্তরাও একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট, মেমে, কিছু ভিডিও মিলিয়ে মন্টেজ এবং নিউজলেটার বানিয়ে তা ছড়িয়ে দিচ্ছেন। এর মধ্য দিয়ে কমালা হ্যারিসকে তারা জয়ী হতে সাহায্য করছেন। 

এর আগে সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তারপর দ্বিতীয় সুযোগে কমালা হ্যারিস এসেছেন। তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে উঠেপড়ে লেগেছেন আইরিন কিম। তিনি বিশ্বাস করেন- ‘আমাদের অধিকার, আমাদের বন্ধুদের অধিকার এবং আমাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষিত’ রাখবেন কমালা হ্যারিস। সুইফটিজ ফর কমালা প্রচারণায় স্বেচ্ছাসেবকের সংখ্যা কমপক্ষে ৩৫০০। তারা রাজনৈতিক অপারেশনে নেমেছেন। ১লা আগস্ট তারা প্রচারণা শুরুর পর থেকে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছেন এক লাখ ৬৫ হাজার ডলার। আইরিন কিম বলেন, তিনি এর আগে কখনো এভাবে রাজনৈতিক প্রচারণায় অংশ নেননি। মনে করেন, সবাই স্বাভাবিক নিয়মে একত্রিত হয়ে মাঠে নেমেছে। সুইফটিজ ফর কমালা একটি স্বেচ্ছাসেবী নেতৃত্বাধীন স্বাধীন প্রচারণা গ্রুপ। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status