বিনোদন
ঘুমের মধ্যেই অভিনেত্রী মেঘলার মৃত্যু
স্টাফ রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৩ অপরাহ্ন
চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী সাদিকা রহমান মেঘলা মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘলার ছোট বোন রুখসানা। মেঘলা বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হন। রুপালি পর্দার নায়িকা হওয়ার স্বপ্ন ছিল তার। একটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলেন। ছবিটির নাম 'ফ্রিল্যান্সার'। তবে স্বপ্ন পূরণের আগেই পাড়ি জমালেন পরপারে। জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে মারা গেছেন এই অভিনয়শিল্পী। মেঘলার ছোট বোন রুখসানা বলেন, দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়িতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলছিল, পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। ১৩ সেপ্টেম্বর বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।
মেঘলা ঢাকার শ্যামলীতে থাকতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনায় বেড়ে ওঠা তার। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি।
ফাজু মৃধা সাহেবের এতো লাগলো কেনো বুঝলাম না। নাটক, সিনেমা, মডেলিংয়ে যারা কাজ করে তাদের .০০১% ব্যতিক্রম ছাড়া সবারই চরিত্র আর আচার-আচরণ সম্পর্কে জানে বলেই এদেশের সিংহভাগ জনগণের মাঝে তাদের যে ইমেজ প্রতিষ্ঠিত, তার উপর ভিত্তি করে তিনি কথাটি বলেছিলেন। কিন্তু "চোরের মনে পুলিশ পুলিশ" প্রবচনের মতো ফাজু মৃধা কেনো বিষয়টা টেনে নিলো বুঝলাম না। তাদের প্রতি দরদ থাকলে, সেটা অন্যভাবে প্রতাশ করা যেতো না?
মন্তব্যকারী জনাব Raju বলেছেন "জায়গা মতো গিয়ে নায়িকা হওয়ার স্বপ্ন সাধ মিটবে!" বাহ, খুবই ভালো কথা। তবে আমরা নিশ্চিত Raju সাহেবদের মতো নেকবান্দারাই সেইখানে তার নায়িকাপনা দেখতে পাবেন। সেটা আগাম জানেন বলেই এই কথা এত সহজে বলতে পেরেছেন। আমিন।
Very sad, full sympathy to her family, may Allah grant peace to departed soul
জায়গা মতো গিয়ে নায়িকা হওয়ার স্বপ্ন সাধ মিটবে!