বাংলারজমিন
সৈলারগাতী ও হিমারদিঘী গ্রামে অবৈধ দখল উৎখাতের পরও থামছে না দখলকারীদের দৌরাত্ম্য
অনলাইন ডেস্ক
(৪ সপ্তাহ আগে) ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১০:৩২ পূর্বাহ্ন
গত ২৫শে এপ্রিল রাজউক আওতাধীন গাজীপুর টঙ্গী শিল্পাঞ্চল এলাকার আউচপাড়া মৌজার সৈলারগাতী ও হিমারদিঘী গ্রামের সড়ক ও জনপদ বিভাগের জমি অবৈধ ভোগ দখল সর্ম্পকিত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর উক্ত স্থান থেকে অবৈধ দখলকারীদের উৎখাত এবং জায়গার নিরাপত্তা নিশ্চিতে আশেপাশের শিল্প প্রতিষ্ঠানসমূহ হতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সমস্ত গাছ কেটে ফেলে। পরবর্তীতে টহল
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে আনা কিছু বাঁশ রেখে তারা দ্রুত স্থানত্যাগ করে। দখলকারীদের উৎখাত করা সত্ত্বেও তাদের দৌরাত্ম্য রয়েছেই। এই অবস্থায় এলাকাবাসীও আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা এই বিষয়ে প্রশাসনের দ্রুততম হস্তক্ষেপ কামনা করছেন।