অনলাইন
শহীদদের তালিকা হচ্ছে, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৩ অপরাহ্ন
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত কলেজশিক্ষার্থী আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। খুব শিগগিরেই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য। নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছে। তাদের তালিকা করা হচ্ছে। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে, প্রাণ খুলে কথা বলতে পারছি।
তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজ-খবর নেন এবং এখন থেকে যে কোনো সময়, যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় বাসায় আহনাফের মা, বাবা, দুই ভাই এবং খালা উপস্থিত ছিলেন।
A lots of congratulations dear adviser
আমার মনে হয় শহীদদের সংখ্যা আরো বেশি হতে পারে। এমন কোন জিমেইল ঠিকানা প্রকাশ করুন যেখানে মানুষেরা শহীদদের নাম ঠিকানা দিতে পারে।
আপাতত আহত, নিহতদের পরিবারকে ৩-৫ লক্ষ টাকার বেবস্থা করেন যেন তারা অন্তত চিকিৎসার বেবস্থা করতে পারে। প্রায় প্রতিদিন সংবাদপত্রে 'টাকার অভাবে চিকিৎসা বন্ধ' এটার নিউজ দেখা সত্যি খুব কস্টের ও বেদনাদায়ক। পরে ধীরে সুস্থে ফান্ড গঠন করে কালেকশনের মাদ্ধমে সব নিহত-আহতদের মাঝে তীব্রতা বুঝে ফান্ডের টাকা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করার উদ্যোগ নেন। সমন্নয়কদের মদ্ধ থেকে কয়েকজনকে দায়িত্ত দেন এই কাজের জারা সবকিছু মনিটর করবে, রিপোর্ট করবে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবে ইত্তাদি ইত্তাদি বিষয় এগিয়ে নিয়ে যাবে সুনিপুনভাবে।
Make sure to replace hasina and company's all names with all martyr names, no if ands or buts.
আহতদের পাশে এখনি দারান
আমাদের নতুন প্রজন্মের শহীদদের যথাযথ সম্মান দিয়ে, অন্তত প্রতি পরিবারের একজন কে যোগ্যতা অনুযায়ী সরকারী চাকুরীর ব্যবস্থা করুন।
২য় স্বাধীনতার শহিদদের তালিকা শেষ করে ১ম তথা ৭১ এর শহিদদের তালিকা শুরু করুন। মিথ্যার উপর কিছু দাড় করে রাখলে সেটা টেকসই হয় না। এর পর শুরু করুন মুক্তি যোদ্ধাদের তালিকা তৈরির কাজ। ভুয়া মুক্তি যোদ্ধাদের আর এক টাকাও দেবেন না বরং ফেরত নেয়ার ব্যাবস্থা করুন।
ধন্যবাদ মহতি উদ্যোগের জন্য