অনলাইন
কর্তব্যে গাফিলতির অভিযোগে ৩০ জন সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলো উত্তর কোরিয়া
মানবজমিন ডিজিটাল
(২ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
গ্রীষ্মে ব্যাপক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তর কোরিয়া। যার জেরে মৃত্যু হয় ৪ হাজার মানুষের। ক্ষতিগ্রস্থ হন প্রায় ১৫ হাজার মানুষ। সরকারি কাজে গাফিলতির অভিযোগ তুলে শাসক কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ায় প্রায় ৩০ জন সরকারি কর্মীকে হত্যা করা হল।দক্ষিণ কোরিয়ার টিভি চোসুন জানিয়েছে , কিমের প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন যে উত্তর কোরিয়ায় ৩০ জন নেতার বিরুদ্ধে দুর্নীতি এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে, রাষ্ট্র তাদের মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে। গত মাসে অর্থাৎ অগস্টেই কিমের ওই নির্দেশ পালন করা হয়েছে। ২০-৩০ জন সরকারি কর্মচারীকে হত্যা করেছে সরকার। তবে উত্তর কোরিয়া প্রশাসন সর্বক্ষেত্রেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখার কারণে, খবর প্রকাশ্যে আসেনি। দক্ষিণ কোরিয়ার ওই টিভি চ্যানেলটি তাদের সূত্র উদ্ধৃত করে এ-ও জানিয়েছে, কঠোর শাস্তির হুমকি গত মাসেই দিয়ে দিয়েছিল কিম প্রশাসন। যে কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল তাদের চিহ্নিত করা যায়নি, তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ২০১৯সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি ক্যাং বং-হুন বন্যার দুর্যোগের সময় একটি জরুরি বৈঠকে কিম কর্তৃক বরখাস্ত করা নেতাদের মধ্যে ছিলেন।কিমের সাথে বৈঠকের পরে, উত্তর কোরিয়ার প্রাক্তন কূটনীতিক লি ইল-গিউ টিভি চোসুনকে বলেছিলেন যে এটি স্পষ্ট প্রাদেশিক কর্মকর্তারা বুঝতে পেরেছিলেন তাদের গর্দান যেতে চলেছে। কিম গত মাসে বন্যবিধস্ত এলাকাগুলো পরিদর্শনে যান। বাসিন্দাদের সাথে দেখা করেন। তখনি বুঝেছিলেন বন্যাকবলিত এলাকাগুলি পুনর্নির্মাণ করতে কয়েক মাস সময় লাগবে।এটি প্রথমবার নয় যে কাজে গাফিলতির জন্য কিমের কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে কর্মকর্তাদের। ২০১৯ সালে, কিম এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি শীর্ষ বৈঠকের আয়োজন করতে ব্যর্থ হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে তার পারমাণবিক দূত কিম হিওক চোলকে মৃত্যুদন্ড দিয়েছিল উত্তর কোরিয়া। যদিও সেই খবর উড়িয়ে দিয়ে দেশটি জানায় , চোল-কে নিছক রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছিল। কোরিয়া টাইমস অনুসারে উত্তর কোরিয়ায় সাধারণত প্রকাশ্য মৃত্যুদণ্ডের উচ্চ হার রয়েছে, কোভিড -১৯ মহামারীর আগে গড়ে ১০ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ।গত বছর কমপক্ষে ১00টি মৃত্যুদণ্ড কার্যকর করার সাথে সাথে এই হার ক্রমবর্ধমান ।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট