খেলা
মহাসচিব ছাড়াই চলছে বাংলাদেশের শুটিং
স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০২৪, বুধবারপ্যারিস অলিম্পিকে বাংলাদেশ ক্রীড়া দলের শেফ দ্য মিশন ছিলেন শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ দিপু। কিন্তু অলিম্পিক শেষ হয়ে গেলেও তিনি দেশে ফেরেননি। জানা গেছে, সদ্য সাবেক সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছোট ভাই ইন্তেখাব প্যারিস থেকে গেছেন সিঙ্গাপুরে। তিনি কবে দেশে ফিরবেন, সে ব্যাপারে কেউই কিছু জানেন না। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন উপমহাসচিব (১) লে. কর্নেল (অব.) মোহাম্মদ আলী।
অবশ্য মহাসচিব দেশে না থাকলেও শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে না। স্বাভাবিক দাপ্তরিক কর্মকাণ্ডের সঙ্গে চলছে ৩০ শুটারকে নিয়ে প্রশিক্ষণ শিবিরও। আগামী নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে মার্শাল আর্ট ইনডোর গেমসে শুটিংয়ের পিস্তল ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। একই সময়ে ব্যাংককেই আছে এশিয়ান এয়ারগান প্রতিযোগিতা। বাংলাদেশ সেখানে রাইফেল ও পিস্তল- দুই ইভেন্টে অংশ নেবে। ফেডারেশনের উপমহাসচিব (২) মুশতাক ওয়াইজ জানিয়েছেন চলমান অনুশীলন ক্যাম্প দুটি নিয়মিত কার্যক্রমের অংশ হলেও ওই প্রতিযোগিতারও প্রস্তুতি।