রাজনীতি
আওয়ামী লীগের সাথে কোনো আপস হতে পারে না: মির্জা ফখরুল
দিনাজপুর প্রতিনিধি
(১ মাস আগে) ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
বিএনপির মহাসচিব ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৬০ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। প্রায় ১ হাজার লোককে গুম করেছে, প্রায় ৩ হাজার লোককে হত্যা করেছে, হাজার হাজার লোককে বিভিন্ন সময় গ্রেফতার করেছে, আমি ১১ বার জেলে গিয়েছে। তিনি আরো বলেন, দেশে হত্যাকারীদের দল আওয়ামী লীগ। তাদের দোসরদের নিয়ে আবার ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। মানুষ হত্যাকারী শেখ হাসিনার নির্দেশে শত শত ছাত্র-সন্তান নিহত হয়েছে, হাজার হাজার আমাদের ছেলেরা আহত হয়ে হাসপাতালে পঙ্গু হয়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই। সেই আওয়ামী লীগে সাথে আমাদের কোন আপস হতে পারে না। তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের ভাই, হাজার বছর থেকে আমরা একসাথে আছি। অথচ ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুরের রানীরবন্দর ও দশমাইল মোড়ে খোলা জীপে দুটি পৃথক অনির্ধারিত পথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, পুলিশকে আহবান করতে চাই, অতীতে আওয়ামী লীগের নির্দেশে যা করেছেন, এখন জনগণের দিকে চোখ ফেরান, জনগণের সাথে কাজ করেন। জনগণকে শত্রু মনে করবেন না। এ সময় দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরাসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্যেশে রওনা হন।