ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

বাংলাদেশ-ভারত সম্পর্ক ভালো, এটা জনগণকে উপলব্ধি করতে হবে

কূটনৈতিক রিপোর্টার
১২ আগস্ট ২০২৪, সোমবারmzamin

ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক কেমন হতে পারে তার আভাস দিলেন নবনিযুক্ত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পোড় খাওয়া ওই কূটনীতিক বললেন, আমরা সবার সঙ্গে মর্র্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমরা আমাদের স্বার্থকে সমুন্নত রাখবো। তবে এটা কেবল একপক্ষীয় লাভালাভের বিষয় হবে না। বরং আমরা এমন সম্পর্ক গড়বো যেন আমাদের ক্ষতি না করে বন্ধু রাষ্ট্রগুলোও লাভবান হয়। কূটনীতিতে এমনটাই হয় জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে যেমন সম্পর্ক রাখতে চাই, একইভাবে চীনের সঙ্গেও। পূর্ব-পশ্চিম সবার সঙ্গে আমরা একই রকম সম্পর্ক রাখবো। ৮ই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর গতকাল বিকালে প্রথম গণমাধ্যমকে আনুষ্ঠানিক ব্রিফ করলেন উপদেষ্টা। তার আগে সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আজ ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন। সেগুনবাগিচায় জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্র সচিব থেকে উপদেষ্টার আসনে বসা তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, সম্পর্ক হবে ‘ভারসাম্যপূর্ণ’। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সম্পূরক প্রশ্নে মিস্টার হোসেন বলেন, আমাদের প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ ছিল এবং আছে। আমরা এটার ব্যত্যয় চাই না। বরং আমাদের দুই দেশের মানুষের মাঝে সোনালি সম্পর্ক চাই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে জনমনে একটা ধারণা প্রতিষ্ঠিত জানিয়ে তিনি বলেন, অনেকে মনে করে আমাদের স্বার্থটা যথাযথভাবে সংরক্ষণ হয়নি। আমরা সেই ধারণার পরিবর্তন চাই। আমরা সম্পর্কটাকে এমন করতে চাই যেন মানুষ এটা অনুধাবন করেন যে, ভারত আমাদের সত্যিকারের ঘনিষ্ঠ বন্ধু। আমরা চাইবো, ভারত আমাদের সহযোগিতা করবে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র স্মুথ করতে চাই। এখন পর্যন্ত পজেটিভ ইনডিকেশন পাচ্ছি। তাদের (বিদেশি) যেসব কনসার্ন, সেগুলো কিন্তু আমাদেরও কনসার্ন। মানবাধিকার নিয়ে কেউ কিছু বললে, সেটা তো আমাদেরও কনসার্ন। আমরা তা হাইড করতে চাই না। বরং সমস্যা স্বীকার করে তা অ্যাড্রেস করতে চাই।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন উপদেষ্টা: এদিকে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে সে অনুযায়ী পদক্ষেপে নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ছাত্র আন্দোলন দমনে অত্যাধিক বল প্রয়োগের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংবাদ ব্রিফিংয়ে অন্য এক প্রশ্নে উপদেষ্টা বলেন, দেশে স্থিতিশীলতা ফেরার পর নতুন সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হবে। নির্বাচনের মাধ্যমেই এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে। এর কোনো ব্যত্যয় হবে না বলে দৃঢ় অঙ্গীকার করেন তিনি। ছাত্র আন্দোলনে হতাহতের সব ক’টি ঘটনা তদন্ত হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেয়া হবে। বিভিন্ন দূতাবাসের কার্যক্রম শুরু করতে সোমবার কূটনীতিক ব্রিফিংয়ে রাষ্ট্রদূতদের প্রতি সরকারের আহ্বান থাকবে বলে জানান উপদেষ্টা। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সোমবার সংখ্যালঘু নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের ওপর কিছু আক্রমণের ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক এবং ধর্মীয় কারণ রয়েছে এর পেছনে। কারণ যাই হোক সংখ্যালঘুদের ওপর হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ধর্মীয় কারও ওপর নির্যাতন হলে তার তদন্ত ও বিচার সুনিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। সংখ্যালঘুদের ওপর হামলা কোনো ভাবেই মেনে নেয়া হবে না বলে জানান তিনি। 

নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচনের দিকে যাওয়া। নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে। নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিয়ে কারও সন্দেহের কোনো সুযোগ নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন, এই সরকার বিশেষ কোনো দিকের নয়, যুক্তরাষ্ট্র-চীন-ভারত; দেশের স্বার্থরক্ষায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায়। তিনি বলেন, এই মুহূর্তে একটা ‘ফায়ার ফাইটিং জব’ চলছে। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। সরকারের মেয়াদ কতোদিন, তা তারপর বলা যাবে। তিনি বলেন, আমাদের সরকারের প্রথম কাজ হচ্ছে, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি ৭ দিন, ১৫ দিন আরও দুই মাসও লাগতে পারে। আমরা এখনই বলতে পারছি না যে, ঠিক কতোদিন লাগবে। এটা নিয়ে আপাতত কোনো স্পেকুলেট না করি। আমরা কিছুদিন অপেক্ষা করি।

দণ্ডপ্রাপ্তদের মুক্তিতে আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ড. ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা
ওদিকে আরব আমিরাতে বিক্ষোভ করে আটকের পর দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেই দেশের উচ্চ পর্যায়ে কথা বলবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সংবাদ সম্মেলনের সূচনায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী অন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। তারমধ্যে আরব আমিরাতে বেশকিছু কর্মীকে আটক করা হয় এমনকি জেলও দেয়া হয়েছে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। তারা কিছুতেই যেন সাফার না করে সেটার চেষ্টা করা হচ্ছে। আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে। যাতে করে তারা সহায়তাটা পেতে পারে। দেশটিতে প্রবাসীরা হয়তো আইন ভঙ্গ করেছেন এটা স্বীকার করে উপদেষ্টা বলেন, সেই দেশকে আমরা দোষারোপ করতে পারি না। কারণ তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কিন্তু তাদের (প্রবাসী) সেন্টিমেন্ট যেটার কারণে তারা এটার পক্ষে এসেছে তখন তারা হয়তো সেই আইন-কানুনও ভুলে গেছে। আমরা চেষ্টা করবো তাদের যেন মুক্ত করতে পারি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা অস্বীকারের কিছু নেই। একজন যোগ্য ব্যক্তি অর্থনীতির দায়িত্ব পেয়েছেন। তিনি প্রচণ্ডভাবে লেগেছেন। আশা করা যায় ১ থেকে ২ মাসে স্ট্রিমলাইনে নিয়ে আসবেন।’ তৌহিদ হোসেন বলেন, গভর্নর পদত্যাগ করেছেন। তার স্থলে নিয়োগ দিতে যোগ্য মানুষ খোঁজা হচ্ছে। এমন মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। আমরা চেষ্টা করছি গভর্নর নিয়োগ দেয়া যায় কিনা। ডেপুটি গভর্নর নিয়োগেরও চেষ্টা করছি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলার দায়িত্বে যিনি আছেন, তিনি আজ সারাদিন ব্যস্ত ছিলেন। পরিস্থিতির কিছু উন্নতি হয়তো আমরা ১ থেকে ২ দিনের মধ্যে দেখতে পাবো। একজন বিদেশি সাংবাদিক আমার কাছে জানতে চেয়েছিলেন, শিক্ষার্থীরা ঘরে ফিরবে কিনা। অবশ্যই তারা ফিরবেন, এটা যাদের কাজ, তারা যখন ফিরবেন তখন শিক্ষার্থীরাও ফিরে যাবে। 

সেন্টমার্টিন লিখে দেয়ার অঙ্গীকার করে দায়িত্ব নেইনি: এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সেন্টমার্টিন লিখে দেয়ার অঙ্গীকার করে দায়িত্ব নেননি বলে জানান। তৌহিদ হোসেন বলেন, ছাত্ররাও এমন অঙ্গীকার করেনি বলেই বিশ্বাস। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন সেন্টমার্টিন লিখে দিলে তার এমন পরিণতি হতো না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ মন্তব্য করেন। সামপ্রতিক আন্দোলন ও সহিংসতায় নিহতদের তালিকার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিহতের প্রকৃত সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ৪৫০ জনের তালিকা হয়েছে, তবে সরকারে থাকা দুই সমন্বয়কের অধীনে নির্ভুলভাবে এটা করা হবে।  
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status