ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চাটমোহরে সাংবাদিকের বাড়িঘর ভাঙচুর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
৭ আগস্ট ২০২৪, বুধবার

শেখ হাসিনার পদত্যাগের পর পরই পাবনার চাটমোহরে শুরু হয় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রেহাই পায়নি সাংবাদিকদের ঘরবাড়িও। গত সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চলে এই তাণ্ডবলীলা। এসব ঘটনার পর পুলিশ বা স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা ছিল না! এমনকি পুলিশে খবর দেয়া হলে তারা কোনো সাড়াও দেয়নি। এসব ঘটনার পর থেকেই পুরো উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পরেই চাটমোহর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুকের বাড়ির উচ্ছৃঙ্খল লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সঞ্জিত সাহা কিংশুককে বাড়িতে না পেয়ে ঘরবাড়ি ও ঘরের আসবাবপত্র ও ঠাকুর ঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। তবে ঘটনার খবর পেয়ে তাতক্ষণিক ছুটে যান উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামসহ অন্য বিএনপি নেতারা। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। এ সময় প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভাঙচুর করা হয় দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রঞ্জুর ঘরবাড়ি।

বিজ্ঞাপন
লাঞ্ছিত করা হয় চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক চাটমোহর বার্তার প্রকাশক ও সম্পাদক এসএম হাবিবুর রহমানকেও। চাটমোহর প্রেস ক্লাবের পক্ষ থেকে এসব ঘটনার জন্য তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের হরিপুর ও পৌর শহরের বালুচর মহল্লার বাড়ি। এ ছাড়া পুরো উপজেলা জুড়েই বেশকিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনার ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের মোবাইলে কল দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status