ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিরাজগঞ্জে থানায় হামলা

১৩ পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ নিহত ২৩

সিরাজগঞ্জ ও এনায়েতপুর প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের শুরুতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে  সিরাজগঞ্জ। এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সহিংসতায় নিহত হয়েছেন আরও ১০ জন। এরমধ্যে সিরাজগঞ্জ সদরে ৩ জন, রায়গঞ্জে ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটনসহ ৬ জন ও শাহাদাতপুরে একজন রয়েছেন। এদিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৩ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। গতকাল বিকালে এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটে। 
পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশন্স অ্যান্ড ক্রাইম) বিজয় বসাক জানান, সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তারা থানায় গিয়ে ১১টি লাশ পেয়েছেন। এর মধ্যে আটটি লাশ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে। তিনটি লাশ পাওয়া গেছে পুকুরে। বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনো নিখোঁজ।

ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, প্রথমে হাজারখানেক মানুষ দলবেঁধে থানার দিকে আসে। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। পরে কয়েক শ’ মানুষ অতর্কিতে থানায় এসে হামলা চালায়। তারা আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ১১-১২ জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিন উপজেলায় নিহত ১০: সিরাজগঞ্জের তিন উপজেলায় সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ সদরে ৩ জন, রায়গঞ্জে ৬ জন ও শাহজাদপুরে ১ জন রয়েছেন।  এদিকে সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্না, একই আসনের বর্তমান এমপি ডা. জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ-৬ আসনের এমপি চয়ন ইসলামের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়। এ ছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ও শাহজাদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ওদিকে সিরাজগঞ্জ সদরের পৌর মেয়রের মার্কেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা, ইউপি চেয়ারম্যানসহ ছয়জন নিহত হন। এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি।

সংঘর্ষে ৪ জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিমুল ইহসান তৌহিদ। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় আওয়ামী লীগের ১৫-২০ জন নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সরকারের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন। অন্য ৩ জন হলেন- উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছরওয়ার, আলম ও প্রদীপ কুমার। সংঘর্ষে আহত ব্যক্তিদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের আরও দুই নেতার মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মেহেদী হাসান ওরফে ইলিয়াস এবং ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনায়েন ওরফে টিটু।

এর আগে রোববার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আন্দোলনবিরোধী মিছিল বের করা হয়। কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা মিছিল বের করেন। মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণ দেখা যায়। একপর্যায়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় টিকতে না পেরে বিভিন্ন দিকে চলে যান। এ সময় বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন দেন। কার্যালয়ের সামনে থাকা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

পাঠকের মতামত

বগুড়ায় যে গুলো আওয়ামী সন্ত্রাসীরা আছে ইচ্ছা মতো গণধোলাই করো নতুন প্রজন্ম ।

Abdul
৫ আগস্ট ২০২৪, সোমবার, ৫:৩৪ অপরাহ্ন

আমি হত্যার ভাষা খুঁজে পাচ্ছিনা এটা কোন ধরনের পাশবিক, অমানবিক কাজ!! এই ধরনের কাজ কোনো সুস্থ মানুষ করতে পারে না। এই ধরনের কাজ কোনো ভাবেই মেনে নেয়া যায় না।

M Haque
৫ আগস্ট ২০২৪, সোমবার, ৩:০৭ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status