বাংলারজমিন
পিরোজপুরে প্রায় অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর, বিএনপি কার্যালয়ে হামলা
পিরোজপুর প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারকেন্দ্রঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পিরোজপুরে কোনো ধরনের বাধা ছাড়াই লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর ফিলিং স্টেশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে জড়ো হয়। সেখানে প্রায় একঘণ্টা সমাবেশ করার পর বিক্ষোভ মিছিলটি পুনরায় বাস স্ট্যান্ড থেকে সিও অফিস হয়ে শহরের দিকে প্রবেশ করে। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন সহস্রাধিক মানুষ অংশ নেয় যার মধ্যে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও ছিল। এতে সাধারণ এরপর মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে থেকে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় তারা সেখানে টিকতে না পেরে সরে পড়লে, বিক্ষোভকারীরা রাস্তার দুইপাশে রাখা প্রায় অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর চালায়। তবে আওয়ামী লীগ এবং এর অংশ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও, বিক্ষোভকারীদের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ হয়নি। অন্যদিকে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও, বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব হয়নি। এদিকে দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।