অনলাইন
কিশোরগঞ্জে আন্দোলনকারীদের দখলে রাজপথ, আওয়ামী লীগ অফিসে আগুন
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
(১ মাস আগে) ৪ আগস্ট ২০২৪, রবিবার, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৩ অপরাহ্ন
কিশোরগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিরক্ষা ভেঙে রাজপথ দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। শহরের পুরানথানা এলাকা থেকে শুরু করে স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়ক দখলে রেখেছেন আন্দোলনকারীরা। রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে উভয়পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়ক নিজেদের নিয়ন্ত্রণ নেন। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন এবং কার্যালয়ের সামনে থাকা কয়েকটি মোটর সাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় সড়ক দখলে রেখে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের প্রধান সড়ক দখলে রেখে বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।