বাংলারজমিন
গাজীপুরে গণমিছিলে শিক্ষার্থীদের ঢল
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
৩ আগস্ট ২০২৪, শনিবারকোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনার প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিসহ ৯ দফা দাবি আদায়ে কালিয়াকৈর ও সফীপুর এলাকাসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় গণমিছিলে শিক্ষার্থীদের ঢল নামে। গতকাল দুপুরে জুমার নামাজের পর কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার মডেল জামে মসজিদের সামনে থেকে গণমিছিল বের হয়। এ সময় আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
মিছিলটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। একপর্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলের পাশ থেকে সরে সড়কের পাশে অবস্থান নেন। এতে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়াও পুলিশের বাধা ঠেলে কালিয়াকৈর উপজেলার সফীপুর বাজার, আনসার একাডেমি ও পল্লী বিদ্যুৎ এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা চন্দ্রা ত্রি-মোড়ের দিকে এগিয়ে যায়। এ সময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের গণজমায়েত কর্মসূচি প্রতিরোধে গাজীপুরের চান্দনা চৌরাস্তাসহ নগরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে পথসভা করছেন। বিকালে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাগ্রত চৌরঙ্গীর পাশে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে অবস্থান নিয়ে সমাবেশ হয়। এ ছাড়া দুপুরে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজলের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেয়।