ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

মিরপুর স্টেডিয়ামের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চিন্তা

স্পোর্টস রিপোর্টার
২৪ জুলাই ২০২৪, বুধবারmzamin

আন্দোলন চলাকালে হামলা হয়েছে হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামেও। ভাঙা হয়েছে এক নম্বর গেট, স্টেডিয়ামে প্রবেশ করে পোড়ানো হয়েছে পুলিশের মোটরসাইকেল। আগুন দেয়া হয়েছে অভ্যন্তরের আনসার ক্যাম্পেও। যে কারণে মাঠে বন্ধ রয়েছে খেলা ও অনুশীলন। পাকিস্তানে টেস্ট সফরকে সামনে রেখে ২১শে জুলাই থেকে মিরপুর স্টেডিয়ামে ক্যাম্প শুরুর কথা ছিল। কিন্তু কারফিউ ও দেশের বর্তমান পরিস্থিতিতে তা বন্ধ হয়েছে। কবে শুরু হবে তা নিয়ে বিসিবি কর্তারা এখনো সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে তার আগে হামলার কারণে ভবিষ্যতে হোম অব ক্রিকেটের নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এ বিষয়ে বিসিবি’র মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভীর আহমেদ টিট মানবজমিনকে বলেন, ‘আপনারা জানেন যে, আন্দোলন চলাকালে গোটা মিরপুর রণক্ষেত্রে পরিণত হয়েছে। মেট্রোরেল ছাড়াও মিরপুর শেরে বাংলা হোম ক্রিকেটেও হামলা হয়েছে। স্টেডিয়ামের একটি ফটক ভেঙে ফেলা হয়েছে। ভিতরে প্রবেশ করে আনসার ক্যাম্প আক্রমণ করে তা জালিয়ে দেয়া হয়েছে। যা আমাদের শুধু বর্তমানই নয় অভিষ্যতের জন্যও বেশ বড় চিন্তার করণ। দেশের পরিস্থিতির উন্নতি হলে আমরা শুধু মিরপুরই নয় দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোর নিরাপত্তা কীভাবে আরও বাড়ানো যায় সেই চিন্তা করা হবে। যে পরবর্তীতে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। আমার বিশ্বাস দেশের বর্তমান পরিস্থিতির দ্রুতই সমাধাণ হবে। এরপর আমাদের বোর্ড সভাপতির নির্দেশনা নিয়ে স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানোর বিষয়টিতে কাজ করা হবে। যেন আমরা  স্টেডিয়াম ও ক্রিকেটারদের নিরাপত্তা আরও বাড়াতে পারি অভিষ্যতে যেন এই নিয়ে চিন্তা করতে না হয়।’ 

সরজমিন স্টেডিয়াম এলাকা ঘুরে দেখা গেছে এক নম্বর গেট-এ ভাঙচুর চালানো হয়েছে। মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারা জানান, চার নম্বর গেটেও আক্রমণ করে ভেঙে ফেলা হয়েছে। তবে বর্তমানে মাঠের প্রতিটি গেটেরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত এক অনসার সদস্য মানবজমিনকে বলেন, ‘ঘটনার দিন আন্দোলনকারীরা স্টেডিয়ামের অভ্যন্তরে ঢিল ছুড়েছে। এ ছড়াও বেশ কয়েকটি গেটে তার আক্রমণ করে ভাঙচুর চালাই। তারা লাঠিসোটা নিয়ে  স্টেডিয়ামের অভ্যন্তরে এসে সেখানে তারা পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।’ তবে জানা গেছে যেভাবে ক্ষতির শঙ্কা করা হয়েছিল তা শেষ পর্যন্ত হয়নি। তবে এই হামলা স্টেডিয়ামের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবাচ্ছে বিসিবিকে। তাই কারফিউ উঠে গেলে পরিস্থিতি সাভাবিক হলে এ নিয়ে কাজ করা হবে বলে জানিছেন তানভীর আহমেদ টিটু। 

অন্যদিকে আইসিসি’র ভবিষ্যৎ সফর সূচির অংশ  টেস্ট সিরিজের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি খেলতে আগামী মাসের মাঝামাঝি পাকিস্তান যাবে বাংলাদেশ দল। এই সিরিজ দিয়েই ঘরের মাঠে আগামী মৌসুম শুরু করবে পাকিস্তান। ২১শে আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয়টি করাচিতে। ২০২০-এ রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখনো পর্যন্ত ৪ টেস্ট খেলে ১ জয়ে বাংলাদেশের ১২ পয়েন্ট। ৯ দলের আসরে টাইগাররা এখন আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে। ৫ ম্যাচের ২টি জিতে পাকিস্তান আছে ৫ নম্বরে। তবে এমন গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে কোনো ধরনের প্রস্তুতি নিতে পারছে না জাতীয় দলের ক্রিকেটারা। পরিস্থিতির উন্নতি হলে মাঠে অনুশীলন সম্ভব।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status