ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

এখনও ট্রাম্পের ওপর হামলার মোটিভ খুঁজে পায়নি এফবিআই

মানবজমিন ডেস্ক

(১১ মাস আগে) ১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার, ৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪৬ অপরাহ্ন

mzamin

এখনও ট্রাম্পের ওপর হামলার মোটিভ খুঁজে পায়নি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গোয়েন্দারা টমাস ম্যাথিউ ক্রুকসের নিজ এলাকা বেথেল পার্কে তার বাড়ির আশপাশে তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে এখনও এফবিআই গত শনিবার পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার কোনো সূত্র খুঁজে পায়নি। মঙ্গলবার এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। এতে বলা হয়, ট্রাম্পের ওপর কেন হামলা চালিয়েছে টমাস ক্রুকস সে রহস্য উন্মোচনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য উদ্ধারের চেষ্টা করছে এফবিআই। তবে এখন পর্যন্ত ওই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থা।

এফবিআই বলেছে, তারা ক্রুকসের ফোন ট্রেস করতে পেরেছে। তবে তার ফোন থেকে তেমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। এফবিআই ল্যাবের প্রাথমিক বিশ্লেষণে ওই হামলার অনুসন্ধানের কোনো অগ্রগতি হয়নি। তবে এফবিআই যত দ্রুত সম্ভব এই ওই হামলার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করছে।

হামলার দিন ট্রাম্পের ওপর গুলি চালানোর পরপরই ক্রুকস সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন। কিন্তু ওই ঘটনা ইতোমধ্যেই মার্কিন রাজনীতিতে বেশ প্রভাব ফেলতে শুরু করেছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর ওপর এমন হত্যাচেষ্টা ভালোভাবে নেয়নি দেশটির নাগরিকরা। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তারা। এছাড়া ঘটনার ৩ দিন পার হলেও তেমন কোনো তথ্য দিতে পারেনি এফবিআই। তাদের অনুসন্ধান নিয়ে সংশয়ও প্রকাশ করছে কেউ কেউ। এছাড়া দেশটিতে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি ভয়ের কারণ হতে পারে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে নাগরিকদের মধ্যে অস্থিরতার জন্ম দিয়েছে।

এফবিআই তদন্ত করে বের করার চেষ্টা করছে যে ক্রুকস কোনো বিপথগামী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যেই সন্দেহভাজন ব্যক্তির বাসস্থান এবং গাড়ির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করেছে তারা। এক্ষেত্রে তারা প্রায় ১০০জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে। তবে এখনও উল্লেখযোগ্য নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এফবিআই।


 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

১০

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status