ঢাকা, ১৯ মার্চ ২০২৫, বুধবার, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নবীনগর সওজের উচ্ছেদ অভিযান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, মঙ্গলবার

নবীনগরের কোম্পানীগঞ্জ সড়কের পাক বাঙ্গরা বাজারে  সওজের  জায়গায়  গড়ে ওঠা  দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার  দিনভর সওজ  কর্তৃপক্ষ এই  উচ্ছেদ অভিযান  চালান।  তবে উচ্ছেদ হওয়া দোকান  মালিকরা বলছেন,  কোন ধরনের নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ হওয়া বাজারের প্রায় দুইশ’ দোকানী দোাকান থেকে তাদের কোন মালামালাই সরাতে পারেননি বলে সাংবাদিকদের জানান।  তবে সড়ক ও জনপথ বিভাগ তথা সওজের দাবি, বারবার নোটিশ দেয়ার পরও দোকানগুলো না সরানোর কারণে উচ্ছেদ করা হয়েছে। জিনদপুর ইউপি চেয়ারম্যান  ও বাঙ্গরা বাজারের সভাপতি রবিউল আওয়াল রবি বলেন, পূর্ব নির্ধারিত কোন নোটিশ ছাড়াই আচমকা  রাস্তার দুই পাশে শত শত দোকান কয়েক ঘন্টার মথ্যে  উচ্ছেদ করায়   দোকানিদের কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ এমন অভিযোগ অস্বীকার করে বলেন, একবার দুবার নয়, অসংখ্যবার বড় এই বাজারে রাস্তার দুই পাশের সরকারি জায়গা থেকে দোকানদারকে নোটিশ দেয়া হয়েছে। একাধিকবার মাইকিং করা হয়েছে। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status