বিশ্বজমিন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশির বিরুদ্ধে অভিযোগ গঠন
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ১৫ জুলাই ২০২৪, সোমবার, ৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের দিন ২০২৩ সালের ৯ই মে সৃষ্ট সহিংসতায় জড়িত থাকায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত সোমবার অভিযুক্ত করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা শাহ মেহমুদ কুরেশিকে। তার বিরুদ্ধে ৯ই মের বিভিন্ন ঘটনায় মামলা করা হয়েছে। এর মধ্যে আছে সাদমান পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের মামলা। এ মামলায় আদালত তাকে অভিযুক্ত করেছে। এ জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে আদিয়ালা জেল থেকে নেয়া হয় কোট লাখপাত জেলে। পরবর্তী শুনানিতে সাক্ষীদের হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। পরবর্তী শুনানি হবে ২২শে জুলাই। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের একজন বর্ষীয়ান রাজনীতিক। ইমরান খানের ক্ষমতার মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি বহুবিধ মামলায় বন্দি আছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। এ বছর তার বিরুদ্ধে আরও আটটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে গঠন করা হয় বিশেষ আদালত। সেই আদালত তাকে সাইফার বা কূটনৈতিক বার্তা বিষয়ক মামলায় ১০ বছরের জেল দিয়েছে। কিন্তু অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে তার বিরুদ্ধে সাইফার মামলায় যে অভিযোগ গঠন করা হয়েছে তা জুনে বাতিল করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট।