ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

বড় এলসি খোলার আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে

অর্থনৈতিক রিপোর্টার
১৬ জুলাই ২০২২, শনিবার
mzamin

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে আমদানিতে আরও মনিটরিং বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে বড় অঙ্কের ঋণপত্র (ষবঃঃবৎ ড়ভ পৎবফরঃ-খঈ) খোলার আগে বাংলাদেশ ব্যাংককে তা আগাম জানানোর নির্দেশ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী রোববার (১৭ই জুলাই) চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে বিষয়টি জানিয়ে দেবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন অনুসারে, এখন থেকে কোনো ব্যাংক ৫০ লাখ ডলার বা তারচেয়ে বেশি মূল্যের ঋণপত্র খুলতে চাইলে তা ঋণপত্র খোলার ২৪ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বাংলাদেশ ব্যাংক অনলাইন ইম্পোর্ট মনিটরিং সিস্টেমের (ওআইএমএস) মাধ্যমে এই তথ্য জানাতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে। তবে সরকারি পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। একইদিনে বাংলাদেশ ব্যাংক অপর এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে তাদের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ডলারসহ বৈদেশিক মুদ্রা স্থানীয় ব্যাংকিংয়ে স্থানান্তর করার সুযোগ দিয়েছে। শর্তসাপেক্ষে এই অর্থ দিয়ে আমদানি ব্যয় মেটানো যাবে।

বিজ্ঞাপন
বাজারে ডলার সংকট সহনীয় করা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর থেকে চাপ কমানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবে আলোচিত উদ্যোগগুলো নেয়া হয়েছে। এদিকে বাজারে ডলারের সরবরাহ বাড়িয়ে এর দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোর কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে বলে জানা গেছে।

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

   

অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status