বাংলারজমিন
উলিপুরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে গণঅবস্থান
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, শনিবার
কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থবছরেই শুরুর দাবিতে গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উপজেলা শাখার আয়োজনে গোরাইপিয়ার পিয়ারিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন তিস্তাপাড়ে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থেতরাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট কামরুজ্জামান মুন্সি রানা।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুন্সির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ, তিস্তা বঁাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ উলিপুর উপজেলা শাখা সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক এম. ছগির উদ্দিন, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন রাফি, সাবেক ইউপি সদস্য নুরনবী সরকার প্রমুখ। এ ছাড়াও এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।