বিনোদন
জোভান-পায়েলের ‘বাস ট্রিপ’
স্টাফ রিপোর্টার
১৩ জুলাই ২০২৪, শনিবার
মোজাম্মেল পাশা গাড়ির সুপারভাইজার। তার স্ত্রী এবং মেয়ে রয়েছে। বেশির ভাগ সময় সে ট্রিপে থাকে। যখনই বাড়িতে আসে স্ত্রী-কন্যা মোজাম্মেলের ভালোবাসা পেতে ব্যস্ত হয়ে ওঠে। কিন্তু তার মেজাজ খিটমিটে হয়ে থাকে। এসব নিয়ে ঘটে মজার ঘটনা। এক সময় ঘটনার মোড় নেয় অন্যদিকে। এমনই গল্পে নির্মিত হয়েছে ‘বাস ট্রিপ’ নাটক। পরিচালনায় মহিদুল মহিম। অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। সুলতান এন্টারটেইনমেন্ট থেকে নাটকটি সম্প্রতি অবমুক্ত হয়েছে।