বিশ্বজমিন
কমালা হ্যারিসকে ট্রাম্প, জেলেনস্কিকে পুতিন বলে সম্বোধন করলেন বাইডেন
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ ছিল বৃহস্পতিবার রাত। এ রাতে তিনি ন্যাটো সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি নিজের প্রেসিডেন্সি, আবার নির্বাচিত হওয়ার আশা ও রাজনৈতিক জীবন নিয়ে ঠিকঠাকমতোই অগ্রসর হচ্ছিলেন। বার বার বলেছেন, ২০২১ সালে তিনি যে দায়িত্ব নিয়েছেন তার সেই লিগেসিকে ধরে রেখে লড়াই চালিয়ে যেতে চান। কিন্তু মাঝে মাঝে প্রমাণ রেখে গেছেন যে, তার বয়স হয়েছে। কথাবার্তা এলোমেলো হয়ে গেছে। তার সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে ডেমোক্রেট দলের বেশ কয়েকজন কংগ্রেস সদস্য বাইডেনকে পদত্যাগ করার দাবি তুলেছেন প্রকাশ্যে। কমপক্ষে এক ডজন আইন প্রণেতারা আগে থেকেই একই দাবি জানিয়ে আসছেন। তার সঙ্গে যুক্ত হচ্ছে প্রায়দিনই নতুন নতুন মুখ। কারণ সংবাদ সম্মেলনে তিনি তারই ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের নাম বলতে গিয়ে বলে ফেলেছেন ‘ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প’। জাতীয় টেলিভিশনে দর্শকদের সামনে প্রেসিডেন্টের এমন বিভ্রম বেদনা জাগিয়েছে দর্শকদের মধ্যে। এর ঘন্টাখানে আগে তিনি ন্যাটোর এক ইভেন্টে বড় আরেক ভুল করে বসেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরিচয় করিয়ে দেন ‘প্রেসিডেন্ট পুতিন’ হিসেবে। সঙ্গে সঙ্গে তখন দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি এই ভুল শুধরে নেন। কিন্তু দ্বিতীয় ভুল তিনি বুঝতে পারেন নি। এমনকি ওই কক্ষে উপস্থিত কিছু সাংবাদিক এ সময় ফিসফিস শুরু করেন, বাইডেনের মন্ত্রিপরিষদের কয়েকজন শীর্ষ নেতা দর্শকদের সারিতে লৌহকঠিন মুখে বসে থাকলেও তিনি তা বুঝতে পারেননি। উপস্থিতদের মধ্যে, ডেমোক্রেটদের মধ্যে আতঙ্ক চলে আসে, তিনি যেন আর ভুল না করেন। এসবের পরেই বাইডেনকে দৃশ্যত বেশ খুশি একজন লড়াকু বলে মনে হয়েছে। তিনি নির্বাচনে এগিয়ে যেতে চান। তাকে সাংবাদিকরা যখন বার বার প্রশ্ন করছিলেন, তার জবাবে তিনি হাসছিলেন। তিনি এক পর্যায়ে বলে বসেন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন।
এর ফলে তার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দাবি উঠেছে তার এসব স্বাস্থ্য পরীক্ষার। কিন্তু বাইডেন তা আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যদি এখন তিনি দু’জন বা সাতজন ডাক্তারও দেখান, তবু তার সমালোচকরা সন্তুষ্ট হবেন না। নির্বাচনী প্রচারণা সম্পর্কে তিনি বলেন, সবেমাত্র শুরু করেছেন। আবারও বলেন, এখনও তিনি আশাবাদী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন। এ অবস্থায় আগামী মাসে ডেমোক্রেট দলের ন্যাশনাল কনভেনশন। তাতে ডেমোক্রেট ডেলিগেটরা তাকে অনুমোদন করবেন আনুষ্ঠানিকভাবে। তবে তারা যদি তাকে মানসিকতা পরিবর্তন করতে বলেন! এর জবাবে বাইডেন ফিসফিস করে বলেন, তা হতে যাচ্ছে না।