বাংলারজমিন
পাটকেলঘাটায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, শুক্রবারসাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, লাশের দু’পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আবার নিহতের পাশে কীটনাশকের বোতল ও ইনজেকশনের সিরিঞ্জও পাওয়া গেছে তাই এই মৃত্যু রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন তারা।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ওসি আরও জানান, মরদেহের পাশ থেকে দু’টি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।