বিনোদন
মন্দিরার অভিমান
বিনোদন ডেস্ক
১১ জুলাই ২০২৪, বৃহস্পতিবার
নব্বইয়ের দশকে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মন্দিরা বেদী। সে সময় হিন্দি ধারাবাহিক ‘শান্তি’তে নাম ভূমিকায় অভিনয় করে বেশ পরিচিতি পান। তারপর একসময় বলিউড সিনেমায় অভিনয় শুরু করেন। কিন্তু এক সময় ক্রিকেটের ধারাভাষ্য দিয়ে আলোচনায় আসেন। পরবর্তী জীবনে অভিনয় থেকে দূরে গিয়ে পেশাদার ক্রিকেট ধারাভাষ্যকারের ভূমিকায় নজর কাড়েন তিনি। তাই তার কাছে এখন আর আগের মতো অভিনয়ের প্রস্তাব আসে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিমানের সুরে বলেন, ইদানীং আমি শুধু অভিনয়কে মিস করি। এখনো মানুষ আমাকে ক্রিকেট প্রেজেন্টার হওয়ার বা সংবাদপাঠের জন্য প্রস্তাব দেন। কিন্তু, আমি রাজি হই না। আমি ভালো চরিত্রের সন্ধানে রয়েছি। মনে হয়, মানুষ
হয়তো ভুলেই গেছেন যে, আমি একজন অভিনেত্রী। দীর্ঘ ৯ বছর ছোট পর্দায় অভিনয় করে বিরতি নেন মন্দিরা। ২০০৩ সালে বিশ্বকাপ ক্রিকেটে উপস্থাপক হিসেবে যোগ দেন। এরপরই তার জীবন বদলে যায়। কেউ আর তাকে অভিনেত্রী হিসেবে দেখেন না। উল্লেখ্য, একসময় ছোট পর্দায় ‘দুশমন’ ও ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয় করেন তিনি। এ ছাড়াও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘শাদি কা লাড্ডু’, ‘দ্য তাসখন্দ ফাইল্স’ এর মতো বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায়ও অভিনয় করেছেন।