বিনোদন
‘তিনি নিঃশ্বাসের চেয়েও আমার নাম বেশি নেন’
স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার.webp)
কখনো সংবাদমাধ্যমে আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে একে-অপরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় থাকেন চিত্রনায়ক শাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। বেশ কিছুদিন চুপ থাকলেও গত ঈদের মৌসুমে আবারো শুরু হয়েছে তাদের বাকযুদ্ধ। বিভিন্ন ইন্টারভিউয়ে তারা একে-অপরের বিরুদ্ধে বিষোদগার করেছেন। শাকিবকে ঘিরে একজন কিছু বললে অন্যজন তা নিয়ে কটাক্ষ করেন। এবার শুরুটা করেছেন অপু। বুবলীকে নিয়ে তিনি বলেন, শাকিবের নাম নিতে নিতে ক্লান্ত হয়ে গেছেন বুবলী। তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বুবলী।
সম্প্রতি তিনি বলেন, যে মহিলা (অপু) এসব বলছে সে কে? যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিড়িং বিড়িং করে। নিজের মতো বানানো নানান মিথ্যা রচনা বলে সারাক্ষণ। সবচেয়ে হাস্যকর কথা হলো- তিনি তার নিঃশ্বাসের চেয়েও আমার নামটা বেশি নেন। তার সব জায়গায় শুধু বুবলী আর বুবলী। উনি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছেন না। বুবলী নাম নিতে নিতে এমনই মানসিক রোগী হয়ে গিয়েছেন। সেটা আড্ডা, সহকর্মী, টেলিভিশন, ইউটিউব, যেখানেই হোক তার মুখে শুধু আমার নাম। তিনি অভিযোগ করেন, অপু কোথাও গেলে উপস্থাপককে শিখিয়ে দেন যেন বুবলীর নাম নিয়ে প্রশ্ন করে এবং তিনি একটু ভাইরাল হতে পারেন। বুবলী বলেন, আমি আর আমার ছেলে এখন তার আলোচনায় থাকার একমাত্র মাধ্যম। এমনকি জাতীয় টেলিভিশন পর্দায় কী সব উদাহরণ দিচ্ছে যার কোনো মানেই নেই! তার সঙ্গে কি কি নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে, যেটা খুব লজ্জাজনক।