ঢাকা, ৫ জুলাই ২০২৪, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

শেষের পাতা

উত্তর প্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ১০৭

মানবজমিন ডেস্ক
৩ জুলাই ২০২৪, বুধবারmzamin

ভারতের উত্তর প্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন শিশু, নারী সহ কমপক্ষে ১০৭ জন নিহত হয়েছেন। ওই প্রদেশের হাথরাসে এ ঘটনা ঘটে মঙ্গলবার। সেখানে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষ। স্থানীয় একজন গুরুর সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। কী কারণে পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন মিন্ট, এনডিটিভি। এতে বলা হয়েছে, স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারের ভিডিও ফুটেজে দেখা গেছে বাসে এবং টেম্পোতে করে সেখানে বেশ কিছু মৃতদেহ নেয়া হয়েছে। সঙ্গে ছিলেন শোকে স্তব্ধ আত্মীয়রা। এই প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ বিষয়টি তদারক করছিলেন। তার নির্দেশনায় একটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন
তারা তদন্ত করবে। শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় বিরোধীদলীয় জোট ইন্ডিয়ার কর্মীদের সহযোগিতা করতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তারা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, উত্তর প্রদেশ সরকারকে সব রকম সহযোগিতা দেবে কেন্দ্রীয় সরকার। হাথরাস জেলা ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বলেন, কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী ৫০ থেকে ৬০ জন মানুষ নিহত হয়েছেন। তবে ইটাহ জেলার কর্মকর্তারা নিশ্চিত করেছেন আরও ২৭ জন নিহত হয়েছেন। আশিষ কুমার আরও বলেন, হাথরাসে সিকান্দ্রা রাও পুলিশ স্টেশনের অধীনে ফুলরাই গ্রামে এই পদদলনের ঘটনা ঘটে। আহতদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছিল। কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকরা বলছেন নিহত হয়েছেন ৫০ থেকে ৬০ জন। এটা একটি প্রাইভেট ইভেন্ট ছিল। তাদেরকে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনুমতি দিয়েছিল। প্রশাসন নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিল। কিন্তু অন্য ব্যবস্থাপনা আয়োজন করার কথা ছিল তাদের। ইটাহ-এর মুখ্য মেডিকেল কর্মকর্তা ড. উমেষ কুমার ত্রিপাঠি বলেন, আমরা ২৭টি দেহ পেয়েছি। এর মধ্যে ২৫টি নারীর। দুটি পুরুষের। আহত কিছু ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে পদদলনের খবর শুনেছেন তিনি। ইটাহ-এর এসপি রাজেশ কুমার বলেন, পদদলনে নিহত হয়েছে তিনটি শিশু। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের হাসপাতালে ২৭টি মৃতদেহ নেয়া হয়েছে। তার মধ্যে ২৩টি নারীর। তিনটি শিশুর। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন একজন নারী। তিনি বলেছেন, স্থানীয় একজন গুরু ভোলে বাবা ওরফে নারায়ণ সরকার হরি-এর সম্মানে আয়োজন করা হয়েছিল সৎসঙ্গ। লোকজন বেরিয়ে আসার সময় পদদলনের ঘটনা ঘটে। নিহতদের প্রতি জনের জন্য দুই লাখ রুপি এবং আহতদের প্রতি জনের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আয়োজকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status