ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

১২ই জুলাই মুক্তি ‘আজব কারখানা’

স্টাফ রিপোর্টার
২৯ জুন ২০২৪, শনিবারmzamin

ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল ২৭শে জুন। আর এবারের বিশেষ দিনটি তার পুরোটাই কেটেছে ঢাকায়। কারণ তার অভিনীত ‘আজব কারখানা’ ছবির সংবাদ সম্মেলন। ঢাকার একটি অভিজাত ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ ছবি নিয়ে কথা বলেন তিনি। আগামী ১২ই জুলাই মুক্তি পাবে শবনম ফেরদৌসী পরিচালিত এই সিনেমা। ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদানে তৈরি হয়েছে এটি। নিজের অভিনীত এ ছবি প্রসঙ্গে পরমব্রত বলেন, আমার জন্মদিনের  বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার ঢাকায় আসাটাও জরুরি ছিল ‘আজব কারখানা’র জন্য। সিনেমাটি আমার অনেক কাছের। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আজব কারখানা’য় রকতারকা রাজীব চরিত্রে অভিনয় করেছি। গল্পটি আমাকে কেন্দ্র করেই। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। এ ছবির মাধ্যমে র‌্যাম্প তারকা শাবনাজ সাদিয়া ইমির অভিষেক হচ্ছে বড় পর্দায়। এতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে। সৈয়দা নিগার বানুর রচনায় সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে ‘আজব কারখানা’। দু’টি পুরস্কারও জিতেছে।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status