ঢাকা, ৩ জুলাই ২০২৪, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

এসব কী হচ্ছে চলচ্চিত্রাঙ্গনে

ফয়সাল রাব্বিকীন
১ জুলাই ২০২৪, সোমবারmzamin

গেল ঈদে ৫ সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে একচেটিয়া আধিপত্য বিরাজ করেছে শাকিব খানের ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এ ছবিটির দাপটে টিকতে পারেনি অন্য ছবিগুলো। তবে তুফানের জয়জয়কারের মাঝেই চলচ্চিত্রাঙ্গনে ঘটে চলেছে কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা। এরমধ্যে চড়কাণ্ডে জড়িয়েছেন ঈদে মুক্তি পাওয়া ছবি ‘ময়ূরাক্ষী’ পরিচালক রশিদ পলাশ ও চিত্রনায়িকা ববি। সিনেমাটি ফ্লপ হওয়া নিয়ে পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার দ্বন্দ্ব বাধে; যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। খবরটি শনিবার রাত থেকে টক অব দ্য শোবিজে পরিণত হয়েছে। প্রযোজক, চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন পলাশ। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এ ছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।

বিজ্ঞাপন
নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। তাছাড়া ববিকে যেভাবে উপস্থাপনের কথা ছিল সিনেমায় তার শিখিভাগও করেননি বলে অভিযোগ নায়িকার। এ কারণেই প্রযোজকের সামনেই পরিচালককে চড় মেরে বসেন নায়িকা ববি।

 এদিকে চিত্রনায়িকা বুবলীর ‘রিভেঞ্জ’ ছবি মুক্তি পেয়েছে ঈদে। ছবির পরিচালক এমডি ইকবালের দাবি, বুবলী তার স্বামী শাকিব খানের জন্য তার নিজের ছবির প্রচারণা করেননি। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুবলী। তার দাবি, পরিচালক অযথাই তার নামে বিভিন্ন কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই। বুবলী জানান, যে তার স্বামী কিংবা সন্তানের বাবাকে নিয়ে আপত্তিকর কথা বলবেন তাকে এড়িয়ে চলাটাই স্বাভাবিক, সেটাই করছেন তিনি। অন্যদিকে এ ছবির নায়ক রোশানও জানিয়েছেন ‘রিভেঞ্জ’ এর নির্মাণে সন্তুষ্ট নন তিনি। যার জেরে এমডি ইকবাল তার ‘বিট্রে’ ছবি থেকে বাদ দিয়েছেন রোশান-বুবলীকে। তিনি জানান, বুবলী সাইনিং মানি নিয়েছে ছবির। সে যদি সেটা অস্বীকার করে তার কাছে সেই প্রমাণ আছে। 

এদিকে এরমাঝেই ঢুকে গেছেন আরেক চিত্রনায়িকা ও শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তিনি ঈদে বিভিন্ন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে ইঙ্গিত করে বিষোদগার করেছেন নায়িকা বুবলীর। শুধু তাই নয়, বুবলীর একটি নিউজের লিংক শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে, যেখানে শাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন তিনি। ক্যাপশনে অপু লিখেছেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এইটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ অ্যাকটিভ ছিল খেয়ালই করতে পারিনি। সঙ্গে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। সবমিলিয়ে চলচ্চিত্রাঙ্গন তথা 
এখানকার শিল্পীদের অবস্থা যখন এমন, তখন তাদের ভক্তরা বেশ বিস্ময় প্রকাশ করছেন। কারণ চলচ্চিত্রকে যেখানে এখন এগিয়ে নেয়ার সময় তখন এসব কাদা ছোড়াছুড়ির ঘটনা প্রশ্নবিদ্ধ করছে চলচ্চিত্রাঙ্গন এবং এসব শিল্পীদের ইমেজকেও।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status