ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যেসব অভিনেত্রী

বিনোদন ডেস্ক

(২ দিন আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ১১:২৩ পূর্বাহ্ন

mzamin

কথায় আছে ভালোবাসায় না আছে কোন ধর্ম না কোন বর্ণ। তাই সম্পর্কে জড়িয়ে অনেকেই অনেক রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন। পছন্দের মানুষ কে নিজের করে পেতে অনেক কঠিন পথও বেছে নিতে হয়। কেউ বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেন, আবার কেউ বিয়ের জন্য ধর্মও বদলে ফেলেন। তারকারাও এই তালিকা থেকে বাদ যান না। প্রেম-ভালোবাসা যে কোনো বাধা মানে না তার প্রমাণ দিয়েছেন বলিউডের অনেক অভিনেত্রী। তাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এমন কয়েকজন অভিনেত্রী হলেন- হেমা মালিনী, আয়েশা টাকিয়া, রাখি সাওয়ান্ত, অমৃতা সিং, শর্মিলা ঠাকুর প্রমুখ। অভিনেত্রী হেমা মালিনীর স্বামী ধর্মেন্দ্র তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেন। হিন্দু ধর্মে এমন নিয়ম নেই বলে, তারা ইসলাম মতে বিয়ে করেছিলেন। যে কারণে বিয়ের সময় ইসলাম গ্রহণ করেন এই জুটি।

বিজ্ঞাপন
সেই অনুসারে তাদের নতুন নাম হয় দিলাওয়ার এবং আয়েশা। এদিকে এক সময় বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছিলেন আয়েশা টাকিয়া। তার মা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান এবং বাবা হিন্দু। যদিও তিনি বিয়ে করেন মুসলিম ছেলে ফারহান আজমিকে। আর তাই তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলিউডে ড্রামা কুইন নামেই খ্যাত। তার প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বার বিয়ে করেন প্রেমিক আদিল শাহকে। যার জন্য তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং নতুন নাম রাখেন ফাতিমা। যদিও কিছুদিন পরই স্বামীর বিরুদ্ধে গৃহ হিংসার অভিযোগ এনে বিয়ে ভেঙে দেন। অন্যদিকে বলি অভিনেত্রী অমৃতা সিং-এর জন্ম শিখ পরিবারে। তবে মুসলিম অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করার জন্য তাকেও ধর্মান্তরিত হতে হয়েছিল। যদিও তাদের দাম্পত্য সম্পর্ক টেকেনি। বিয়ের ১৩ বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। টলিউড এবং বলিউডের একজন নামী নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর। ১৯৬৮ সালে তিনি পতৌদি নবাব মনসুর আলি খানকে বিয়ে করেন। স্বাভাবিকভাবেই হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করার জন্য শর্মিলাকেও বিয়ের আগে ইসলাম গ্রহণ করতে হয়। মুসলিম হয়ে তার নতুন নাম হয় বেগম আয়েশা সুলতানা। এছাড়াও বলিউডে এমন অনেক অভিনেত্রী আছেন যারা মুসলিম ছেলেকে বিয়ে করলেও নিজ নিজ ধর্ম পালন করছেন। কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জহির ইকবাল হিন্দু বা মুসলিম রীতি ছাড়াই বিয়ে করেছিলেন। বিয়ে করলেও তারা নিজ নিজ ধর্মেই রয়েছেন।

পাঠকের মতামত

হেমা মালিনি, ধরমেন্দ্র বিয়ে করার কারনে ইসলাম ধর্মকে ব্যবহার করেছেন। তারা বাস্তব জীবনে ইসলাম ধর্ম পালন করে না।

শিশির কুমার হাওলাদার
২৯ জুন ২০২৪, শনিবার, ১২:৩৬ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status