ঢাকা, ২ জুলাই ২০২৪, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

বাদ পড়া নিয়ে মুখ খুললেন বুবলী

স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২৪, রবিবারmzamin

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রিভেঞ্জ’ ছবির প্রচারণায় তেমন একটা দেখা যায়নি চিত্রনায়িকা শবনম বুবলীকে। এমন অভিযোগ ছবির পরিচালক মোহাম্মদ ইকবালের। এই পরিচালক তার সাক্ষাৎকারে দাবি করেন, হয়তো চিত্রনায়ক স্বামী শাকিব খানের ‘তুফান’ ছবি মুক্তির কারণে বুবলী ‘রিভেঞ্জ’ ছবির প্রচারণা করছেন না। তবে বুবলী জানিয়েছেন ভিন্ন কথা। এক সাক্ষাৎকারে বুবলী জানান, তিনি তার সিনেমার প্রতি দায়িত্বশীল। তাই ঈদের আগে বিএফডিসিতে অনুষ্ঠিত ‘রিভেঞ্জ’ সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সব প্রমোশনাল টিভি প্রোগ্রামে ‘রিভেঞ্জ’ সিনেমা নিয়ে কথা বলেছেন। বুবলী আরও বলেন, আমার পরিবার বলেন, সহশিল্পী বলেন, স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন, তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন, আমি অবশ্যই সে ব্যক্তিকে এড়িয়ে চলবো। তাই যেদিন থেকে দেখেছি, শাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন, তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি। এরপর তিনি আমাকে নিয়েও বেফাঁস কথা বলা শুরু করলেন।

বিজ্ঞাপন
এসব পরিস্থিতির আগেই ‘রিভেঞ্জ’ ও ‘বিট্রে’ সিনেমার শুটিং শুরু হয়, যার কারণে কাজগুলো শেষ করেছি। এদিকে ‘বিট্রে’ ছবি থেকে বাদ পড়ার বিষয়ে বুবলী বলেন, সিনেমার পরিচালক বিভিন্ন জায়গায় নানান বিষয়ে নানান ধরনের মন্তব্য করেই যাচ্ছেন, এসবে যে তার সিনেমার ওপর দর্শকদের প্রভাব পড়ছে, তিনি তার তোয়াক্কা করছেন না। ‘রিভেঞ্জ’র পরপরই ‘বিট্রে’ ছবিটি সাইন করি। তখন পরিস্থিতি এখনকার মতো ছিল না। পরিচালক যথেষ্ট সম্মান দিয়ে আমাকে তার সিনেমায় চুক্তিবদ্ধ করেন। কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম তিনি আমাকে নিয়ে বা আমার অন্যান্য মুভি নিয়েও নানান মন্তব্য শুরু করলেন। এদিকে ‘মায়া, দ্য লাভ টু’ সিনেমায় বাদ পড়া নিয়ে বুবলী বলেন, সে সিনেমায় চুক্তিবদ্ধই হইনি, বাদ পড়া তো পরের কথা।

 

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status