বিনোদন
এবারও কোরবানি দিয়েছেন বিদ্যা সিনহা মিম, দিলেন সম্প্রীতির বার্তা
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সনাতন ধর্মের অনুসারী। তবে প্রতিবছরই তিনি ঈদ উদযাপন করে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেন। এমনকি কাজের মানুষদের জন্য দেন কোরবানিও। এবারও তেমনই হয়েছে।
ঈদের দিন সকালেই সামাজিক মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানান তিনি। সোমবার সকালে ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। এ সময় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঈদের সকালে জানিয়ে দেন তিনিও ঈদ উদযাপন করছেন। ছবিতে দেখা যায়, জুটির পরনে একই রঙের পোশাক। সোনালি কারুকাজে হালকা বেগুনি রঙের শাড়ি পরেছেন মিম। ঈদ শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মিম লিখেছেন ‘ঈদ মুবারক’।
এতে রীতিমতো মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত-অনুরাগীরা। মন্তব্য ঘরে তারা অভিনেত্রীকে জানান ঈদের শুভেচ্ছা। এদিকে ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে হাতে মেহেদি এঁকে ছবি প্রকাশ করেন মিম। এছাড়াও মিম এবার একটি ছাগল কোরবানি দিয়েছেন বলেও জানান। তার কথায়, ঈদ মানে আনন্দ। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।
পাঠকের মতামত
টাকা দিয়ে ক্রয় করা একটি প্রাণী একদিনে প্রিয় হয়ে গেল....
এটা নতুন কিছু নয়। সনাতন ধর্মের লোকেরা পশু বলি দিয়ে থাকেন সবসময়। তাদের দেবতার উদ্দেশ্যে পশুকে জবাই করাকে বলি বলা হয়, এখানে মিম এটাকে কুরবানী বলেছেন। এটার মাঙস মুসলিম দের খাওয়া নিষেধ। কারন জবাই করা র সময় আল্লাহ র নাম নেয়া হয় নাই।
তাঁর এই কাজ ধর্মের বিচারে তেমন কিছুই না। তবে কুরবানী আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় বিধান ছাড়াও সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বৃহত্তর সমাজের সাথে একাত্ম হওয়ার এই প্রয়াসের জন্য বিদ্যাকে স্বাগত জানাই।
কোরবানি বলাটা কতটুক যুক্তিযুক্ত?
একটু সেন্সে এসে রিপোর্টিং করেন। লিখেন: অমুক নায়িকা ছাগল জবাই করেছেন। কুরবানি করেন একজন মুসলিম, আল্লাহর সন্তুষ্টির জন্য। জবাই আর কুরবানি তো এক বিষয় না।