ঢাকা, ৩০ জুন ২০২৪, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিনোদন

নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান আজমা

বিনোদন ডেস্ক

(২ দিন আগে) ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১০:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

২১শে জুন থেকে শুরু হয়েছে ‘বিগ  বস ওটিটি সিজন ৩’। এবারের সিজনে সালমান খানের পরিবর্তে সঞ্চালকের আসনে ছিলেন অনিল কাপুর। এবারের শোয়ের সব থেকে বড় চমক হলো এমন কিছু প্রতিযোগী আছে যারা আগে কখনো বিগবসের  ঘরে আসেননি। সেই তালিকায় রয়েছে ভারতের জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। দুই স্ত্রী পায়েল ও কৃতিকাকে সঙ্গে  নিয়েই বিগ বসের ঘরে এন্ট্রি নিয়েছেন তিনি। আর এতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেক তারকারাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। টলিউড অভিনেতা দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেন, দুই স্ত্রীকে নিয়ে রিয়্যালিটি শোয়ের দর্শকের মনোরঞ্জন করা বিনোদন জোগানোর অপব্যবহার। একই মত প্রকাশ করেছেন অভিনেতা করণ কুন্দ্রারও। এমনকি আরমানকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লক আপ রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী আজমা ফল্লাহ।

বিজ্ঞাপন
তিনি বলেন, আরমান যদি দুই স্ত্রীকে নিয়ে বিগ বসের ঘরে আসতে পারে, তাহলে নারীরাও দুইজন স্বামী নিয়ে সেখানে যেতেই পারেন। সমাজ যদি আরমানকে মেনে নেয় তাহলে নারীদেরকেও মেনে নেবে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আজ আমি ‘বিগ বস ওটিটি ৩’ নিয়ে কথা বলব। যেখানে আরমান মালিক দুজন স্ত্রীকে নিয়ে এসেছেন। কিছু মানুষ আছেন যারা বলছেন ওদের কোনও সমস্যা যখন নেই তাহলে বাকিদের কেন হচ্ছে। আমাদেরও কোনও সমস্যা নেই। শুধু আমাদের একটা অনুমতি লাগবে। আর সেটা হল আমরাও যেন দু'জন স্বামীকে রাখতে পারি। তখন সেটা এত সহজে মেনে নেবেন তো? তখন আমরাও এটাকে স্বাভাবিক বিষয় বলে মেনে নেব। তিনি আরও বলেন, যদি আমাদের জীবনে দুজন স্বামী থাকে তাহলে সেটা অন্যায়। একজন ছেলে দুজন স্ত্রীকে নিয়ে শোয়ে এসেছেন সেটা সকলে উপভোগ করছে। আমাদেরও দুজন স্বামী রাখার অনুমতি দেওয়া হোক। হিসেবটা সমানুপাতিক হওয়া উচিত, তাই না? উল্লেখ্য, ২০১১ সালে মাত্র ১৭ বছর বয়সে পায়েলকে বিয়ে করেন ইউটিউবার আরমান। এরপর স্ত্রী পায়েলকে ডিভোর্স না দিয়ে তার বান্ধবীকেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সংসার করছেন তিনি। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পাঠকের মতামত

এক মহিলার শরীরের ভেতরে একাধিক পুরুষের স্পার্ম থাকলে সে কঠিন অসুখে ভুকবে।এমনকি মৃত্যু ও হতে পারে।এক্ষেত্রে এক ইহুদী সাইন্টিস্ট এর গবেষণাটি পড় দেখতে পারেন।সেই ইহুদি বিজ্ঞানী তার নিজ স্ত্রী এবং এক মুসলিম মহিলার উপর গবেষণাটি পরিচালনা করেছিলেন। এক্ষেত্রে তিনি একটি কোরআনের আয়াত নিয়ে গবেষণা করেছিলেন। কোরআনে বলা আছে একজন বিধবা মুসলিম মহিলা নতুন করে বিয়ে বসতে চাইলে তিন মাস অপেক্ষা করতে হবে। এই কারণ উদঘাটনের জন্য ইহুদি বিজ্ঞানীটি গবেষণা পরিচালনা করেছিলেন।

Moynul
২৯ জুন ২০২৪, শনিবার, ৬:৩৪ অপরাহ্ন

এক পুরুষের একাধিক স্ত্রী থাকতেই পারে তবে এক মহিলার একা স্বামী থাকবে এটা চিন্তা করাটাই অন্যায়, অসামাজিকও।

Md. Akteruzzaman
২৯ জুন ২০২৪, শনিবার, ১১:২১ পূর্বাহ্ন

স্বামী দুইজন হলে সন্তান তার পিতার পরিচয় দিবে কিভাবে

MD.SAMINUR RAHMAN
২৯ জুন ২০২৪, শনিবার, ১০:২৭ পূর্বাহ্ন

এই ধরনের প্রা** ণী অসংখ্য জনের বিছানায় থাকতে অভ্যস্ত। ১/২ সংখ্যার আলাপ তো কথার কথা।

সাইফ
২৯ জুন ২০২৪, শনিবার, ১:১৮ পূর্বাহ্ন

সব কিছুই আল্লাহর হুকুম।

অনিচ্ছুক।
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৫:৩৫ অপরাহ্ন

গরু, ছাগল এবং মহিষের দুধ এক পাত্রে রাখার পরে যদি পূনরায় গরু, ছাগল এবং মহিষের দুধ আলাদা করতে পারেন তহলে আপনি ও ৪টা বিয়ে করতে পারবেন।

সোফায়েত
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৫:৩১ অপরাহ্ন

অভিনেত্রীকে ছোট্ট করে প্রশ্ন করি। দুই স্বামী থাকলে সন্তানের পিতার পরিচয় কি হবে?

কাজী রুহুল আমিন
২৮ জুন ২০২৪, শুক্রবার, ১২:৩৯ অপরাহ্ন

দুই স্বামীকে নিয়ে অনুষ্ঠানে যাওয়ার আগে তো প্রকাশ হতে হবে,স্বামী দুইজন আছে।

তুহিন
২৮ জুন ২০২৪, শুক্রবার, ১২:২১ অপরাহ্ন

মন্তব্যকারী জনাব "পি কে" বরং পরিমনির সাথে যোগাযোগ করুন। তখন দেখা যাবে কে কী বোঝে।

পলাশ
২৮ জুন ২০২৪, শুক্রবার, ৪:৩৬ পূর্বাহ্ন

নাউজুবিল্লাহ,,, আল্লাহ তায়ালা সকলকে হেদায়েত দান করেন,,,

shoriful
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৮:৩৩ অপরাহ্ন

তার বক্তব্য না পড়ে অনেকে বাজে মন্তব্য করেছেন,এটা ঠিক না।

মোঃ সিরাজুল ইসলাম
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫৮ অপরাহ্ন

এর এমন কি চাহিদা হলো যে দুজন দরকার। একে আমার স্ত্রী হতে বলো,কাপড় শুকোনের সময় পাবে না, তখন বুঝবে প্রকৃত পুরুষ কি,,, যানিনা ইনি মুসলিম কি না। অমুসলিম হলে এই মন্তব্য প্রজয্য নয়

পি কে
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৬:৪৯ অপরাহ্ন

আপনার সন্তানের বাবা কে তা লিখার জন্য একজন কর্ম চারী রাখতে হবে যে । সকালে ঘুম থেকে উঠার পর আপনার প্রথম কাজ হবে আপনাকে জানাতে হবে গত রাতে কোন স্বামীর সঙ্গে ছিলেন । তার পরেও জটিলতা যথেষ্ট আছে ।

jalal
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৫:২৫ অপরাহ্ন

Ha ha ha, go for it

Saidur Rahaman
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৮ অপরাহ্ন

কিছু বিকৃত মস্তিস্তের পুরুষ আর মহিলা সংবাদ মাধ্যম ব্যবহার করে দেশটাকে জাহেলিয়াতের যুগে নিয়ে যাচ্ছে।

ওবাইদুল
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৫:০১ অপরাহ্ন

নাউযুবিল্লাহ

Shahidul
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন

এই ক্ষেত্রেও উপস্থিত সংখ্যা চারটায় সীমাবদ্ধ রাখলে ভালো হবে।

মাসুম আলি খান
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন

মানুষ যদি সময়ের পরিবর্তনে বিশ্বাসী হয় তাহলে এটাও একটা সময়ের পরিবর্তন, সময়ের চাহিদা,ক্ষেত্র বিশেষ এক নারী একাধিক সামি রাখে তাহলে এক পুরুষের উপর থেকে অনেক প্রেশার কমে যাবে,ইবেন এটা অনেক পুরুষেরাই ছায়,হয়তো মুখ খুলে বলতে পারেনা,

আশিক
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ৪:১৪ অপরাহ্ন

হিন্দুরা মহিলারা বাপ-মা'র সম্পত্তি পায় না এইটা নিয়ে দেবলীনা আর কুন্দ্রার মাথা একটু বেশিই ঘামানো উচিত।

আদিত্য
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ২:৪৩ অপরাহ্ন

আপনার সন্তানের বাবা কে তা লিখার জন্য একজন কর্ম চারী রাখতে হবে যে । সকালে ঘুম থেকে উঠার পর আপনার প্রথম কাজ হবে আপনাকে জানাতে হবে গত রাতে কোন স্বামীর সঙ্গে ছিলেন । তার পরেও জটিলতা যথেষ্ট আছে । কুছপরোয়া নেহি এগিয়ে যান ।

zakiul Islam
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ২:২৫ অপরাহ্ন

দুইটা কম হয়ে যায় না আজমা আপা? অসংখ্য রাখলে কেমন হয়?

রহমান
২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১:৫২ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status