ঢাকা, ১ জুলাই ২০২৪, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার তরুণী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৮ জুন ২০২৪, শুক্রবারmzamin

সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেন উদয়ন এক্সপ্রেসে (৭২৪নং ট্রেন) এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনটি লাকসাম এলাকা পার হচ্ছিলো। তবে সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। খাবারের বগিতে ভুক্তভোগী এ ঘটনার শিকার হন।

রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে অবস্থান করছিলেন। এ সময় এসএস করপোরেশনের কয়েকজন কর্মী তাকে প্রথমে উত্ত্যক্ত করে। পরবর্তীতে ওই বগিতে ভোররাতের দিকে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার পরপরই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএস করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
তারা হলো- মো. জামাল (২৭), মো. শরীফ (২৮), মো. রাশেদ (২৭) ও আব্দুর রব রাসেল (২৮)।

এ ঘটনায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএস করপোরেশনের কার্যক্রম স্থগিত করেছে রেলওয়ে। বুধবার রাতে পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সই করা অফিস আদেশে কার্যক্রম স্থগিত করার বিষয়টি জানানো হয়। আদেশে ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের দ্বারা একটি অপরাধ সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিক তথ্য পাওয়া গেছে উল্লেখ করা হয়। এসএস করপোরেশন নামে ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠানটির মালিক কুমিল্লা জেলার লাকসাম থানার মোহাম্মদ শাহ আলম। রেলের বিভিন্ন ট্রেনে ক্যাটারিং সার্ভিস ও ঠিকাদারি ব্যবসা রয়েছে তার। বিশেষ করে চট্টগ্রাম-সিলেট রুটে চলাচলরত উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেসে তার প্রতিষ্ঠান খাবার সরবরাহ করতো।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ভুক্তভোগী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনা মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত। অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি ইতিমধ্যে জিআরপি থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রেনের গার্ডকেও বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে ইতিমধ্যে এসএস করপোরেশনের ক্যাটারিং লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এদিকে এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে সেই ট্রেনে কর্মরত বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক আনিসুর রহমান বলেন, আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। সেদিন উদয়ন এক্সপ্রেসে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। আগামী সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবো। এরপর মূল ঘটনার বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গত, দেশে চলন্ত ট্রেনে বিভিন্ন সময় শ্লীলতাহানি ও ধর্ষণের শিকার হয়েছেন নারী যাত্রীরা। সর্বশেষ গত ৫ বছরে এরমকম ১০টি ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এরমধ্যে ৮টিতেই জড়িত রেল কর্মচারীরা।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status