বাংলারজমিন
রামগতিতে প্রতিপক্ষের হামলায় গ্রামপুলিশসহ আহত ৬
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৫ জুন ২০২৪, মঙ্গলবারতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতিতে প্রতিপক্ষের হামলায় নারী ও গ্রামপুলিশসহ ৬জন আহত হয়েছেন। এ সময় তারা বসতঘরে তাণ্ডব চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি করে। রোববার আলেকজান্ডার ইউনিয়নে সুজনগ্রাম ইয়াসিন মুন্সীবাড়ীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গ্রামপুলিশ মো. নাঈম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার পরিবার ও প্রতিপক্ষ আজাদ গংদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় তাদের পরিবারের উপর প্রতিপক্ষের আজাদ, রুবেলগংরা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে আবদুল হাসিম (৭৫), মো. নাঈম (৪০), রাহেলা (২২), বিবি আমেনা (৩০), নুরুজ্জামান (৪৫) আজগর হোসেন (৩৪) গুরুতর আহত হয়। গুরুতর আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে আজাদ বলেন, আমাদের উপর আক্রমণ ও হামলা করে উল্টো আমাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করেন। প্রতিপক্ষের লোকজন আমাদেরকে মারধর করেছে।
রামগতি থানার ওসি মো. মোসলেহ উদ্দিন জানান, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।