বিনোদন
শারীরিক হেনস্তার শিকার
বিনোদন ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
বলিউডের আইটেম গার্ল, অভিনেত্রী ঈশা কোপিকার। বলিউডের বাইরেও তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় কাজ করেছেন তিনি। সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন আইটেম গানে পারফর্ম করে। তবে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করতে হয়েছিল এই অভিনেত্রীকে। পরিচালক থেকে শুরু করে বিভিন্ন অভিনেতারাও তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এমনকি আপত্তিকরভাবে তাকে শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ঈশা বলেন, আমার সময়ে অনেক অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন। খুব কম মেয়ে রয়েছেন যারা হাল ছাড়েননি। তাদের মধ্যে আমি একজন। আমার বয়স যখন ১৮ বছর। একজন অভিনেতার ব্যক্তিগত সহকারী আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, যদি কাজ করতে চাও তবে অভিনেতাদের সঙ্গে ফ্রেন্ডলি হতে হবে। আমি খুবই ফ্রেন্ডলি মানুষ। কিন্তু তিনি ফ্রেন্ডলি দিয়ে কী বোঝাতে চেয়েছেন! আরও একটি ঘটনার বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, আমার বয়স যখন ২৩ বছর। তখন এক অভিনেতা আমাকে বলেন, তার সঙ্গে একা দেখা করতে। কিন্তু আমি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। এই ব্যক্তি বলিউডের নামি এক অভিনেতা। ঈশা আরও জানান, অভিনেতার ব্যক্তিগত সহকারী ও পরিচালকরা তাকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন। তিনি বলেন, তারা কেবল আপত্তিকরভাবে স্পর্শই করতেন না, হাত চেপে ধরে বলতেন, নায়কদের সঙ্গে ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে হবে। উল্লেখ্য, মডেলিং-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ঈশা। এরপর, ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ এর মাধ্যমে বড়পর্দায় পা দেন। পরের বছরই হিন্দি সিনেমায় অভিষেক হয় তার। ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।