বিনোদন
‘দুষ্টু কোকিল’-এ মেতেছে দর্শক
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৪, শনিবার
ঈদের সবচেয়ে আলোচিত ছবি রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’। এ ছবির ট্রেলার প্রকাশ করা হয় ছবি মুক্তির দুইদিন আগে। সেখানে আকাশ সেনের কথা-সুরে দিলশাদ নাহার কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’-এর কয়েক সেকেন্ড রাখা হয়। আর তাতেই গানটি নিয়ে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। মুখে মুখে চলে আসে গানটির নাম। এবার সিনেমা মুক্তির পর গানটি শুনে ও দেখে দর্শক নাচছেন, গাইছেন। আর এবার চরকি ও এসভিএফ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হলো বহু প্রতীক্ষিত এ গানটি।

‘দুষ্টু কোকিল’ প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি লুফে নেয় শ্রোতা-দর্শক। ২৪ ঘণ্টার আগেই গানটি চরকির ইউটিউব চ্যানেলে ৩ মিলিয়ন ভিউ পার করেছে। গানটির মন্তব্য ঘরেও চলছে প্রশংসা। চলছে কনা বন্দনা। কারণ এর আগেও এ গায়িকার গাওয়া বেশকিছু গানই হিট-সুপারহিট হয়েছে। তবে শাকিব-মিমির রসায়ন ও অন্যদিকে রায়হান রাফীর নির্মাণ। সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাস সেনের গাওয়া অংশটুকুও। সব মিলিয়ে ‘দুষ্টু কোকিল’-এ মেতেছে দর্শক। কনা বলেন, আমি জানি এ গানটির অপেক্ষায় ছিলেন সবাই। গানটি প্রকাশের আগেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার পুরো গান আসার পর শুভেচ্ছার বন্যায় ভাসছি। আমি কৃতজ্ঞ রায়হান রাফী, সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তীসহ ‘তুফান’র পুরো টিমের প্রতি। অশেষ কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের প্রতি।
পাঠকের মতামত
কনা একজন খুবই ভালো মানের গায়িকা। ধন্যবাদ কণা।