অনলাইন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত ৫, আহত বেশ কয়েকজন
মানবজমিন ডিজিটাল
(৯ মাস আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০৬ অপরাহ্ন

সোমবার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঘণ্টা দেড়েক দূরে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। পেছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা দেয় একটি মালগাড়ি। যার জেরে কমপক্ষে ৫ জন নিহত এবং ২০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) এক কর্মকর্তা এখবর জানিয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে শিয়ালদহ যাওয়ার পথে সকাল ৯টার দিকে রাঙ্গাপানির কাছে দুর্ঘটনা ঘটে। দার্জিলিং পুলিশের অতিরিক্ত এসপি অভিষেক রায় সাংবাদিকদের জানিয়েছেন- 'দুর্ঘটনায় পাঁচ যাত্রী মারা গেছে, ২০-২৫ জন আহত হয়েছে। অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে যখন পণ্যবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে। '
সংঘর্ষের ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। পণ্যবাহী ট্রেনের লোকোমোটিভ এক্সপ্রেস ট্রেনটিকে পেছন থেকে আঘাত করে। যার জেরে ট্রেন এবং রেললাইনের বড়সড় ক্ষতি হয়েছে। উত্তরবঙ্গে নাগাড়ে চলছে বৃষ্টি। ফলে উদ্ধারকাজ চালাতে বিপাকে পড়তে হচ্ছে। এক্স হ্যান্ডেলে এই রেল দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি লিখেছেন, 'ফাঁসিদেওয়া এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কথা জানতে পেরে স্তম্ভিত। জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দিয়েছে একটি মালগাড়ি। ঘটনাস্থলে গিয়েছেন জেলাশাসক, এসপি, চিকিৎসক। অ্যাম্বুল্যান্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী, চিকিৎসকরা সেখানে পৌঁছেছেন। উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ নেয়া হচ্ছে।'
ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে জানান, 'NFR জোনে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ এবং এসডিআরএফ একসঙ্গে কাজ করছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা সাইটে পৌঁছেছেন ।"
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া