ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নান্দাইলে ইউএনও’র অপসারণ দাবিতে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের অনিয়ম ও দুর্নীতির সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়। এতে সাংবাদিকদের মামলার হুমকি প্রদান করায় এর প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। বুধবার সকাল ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে চার নেতা চত্বরের সামনে নান্দাইল ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া বাবুল, সাংবাদিক রমেশ কুমার পার্থ, হান্নান আল আজাদ, সাইদুর রহমান প্রমুখ। হান্নান মাহমুদ বলেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ করায় ইউএনও কিছু কিশোর অপরাধী ও আশ্রয়ণে ঘর দেয়ার কথা বলে কিছু ভূমিহীনদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিছিল করিয়েছে। আমরা এখানে মানববন্ধনে একত্রিত হয়েছি ইউএনওকে প্রত্যাহারের দাবিতে।
এনামুল হক বাবুল বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাংবাদিকরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি দিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবেই। সকল বক্তারাই নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের অপসারণ ও সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতার ব্যাপক প্রতিবাদ জানান। সেই সঙ্গে নান্দাইল থেকে তার অপসারণ দাবি করেন। 
মানববন্ধনে নান্দাইলের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status