বিনোদন
ঈদে চ্যানেল আইতে নতুন ৭ চলচ্চিত্র
স্টাফ রিপোর্টার
১২ জুন ২০২৪, বুধবার
প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই তার পর্দায় আনন্দ-বেদনার গল্প দিয়ে সাজিয়েছে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা। এরমধ্যে ৭ দিনব্যাপী দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৭টি চলচ্চিত্র প্রচার হবে। এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে। ঈদের দিন প্রচার হবে ‘বাই সাইকেল ও ভালোবাসা’। পরিচালনায় শহিদুল আলম সাচ্চু। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, সাদ নাওভি, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। ঈদের ২য় দিন প্রচার হবে ‘আশীর্বাদ’। পরিচালনায় মোস্তাফিজুর রহমান মানিক। অভিনয়ে রোশান, মাহিয়া মাহি প্রমুখ। তৃতীয় দিন সৈকত নাসিরের পরিচালনায় দেখানো হবে ‘ক্যাসিনো’। অভিনয়ে নীরব, বুবলি, তাসকিন প্রমুখ। চতুর্থ দিন মেহেদী হাসানের পরিচালনায় প্রচার হবে ‘শেষ বাজি’। অভিনয়ে সাইমন সাদিক, শিরিন শিলা প্রমুখ। ঈদের ৫ম দিন ‘আলফা’ প্রচার হবে। পরিচালনায় আলবার্ট হিউজস। অভিনয়ে কোডি স্মিট ম্যাকপি,জোহানেস হউকার জোহানসন, নাতাশিয়া মালথি প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘সোনার চর’। পরিচালনায় জাহিদ হোসাইন। অভিনয়ে- জায়েদ খান, মৌসুমী, ওমর সানী প্রমুখ। ঈদের ৭ম দিন চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ‘আম কাঁঠালের ছুটি’। পরিচালনায় মোহাম্মদ নুরুজ্জামান। অভিনয় করেছেন জুবায়ের, লিয়ন, আরিফ, তানজিল, হালিমা, ফাতেমা প্রমুখ।