বাংলারজমিন
সীতাকুণ্ডে শিক্ষার্থীদের বের করে দিয়ে স্কুল দখলের অভিযোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ জুন ২০২৪, মঙ্গলবারসীতাকুণ্ডে ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে একটি স্কুল দখলের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার সলিমপুর এলাকার তুলাতলি গ্রামে অবস্থিত ফৌজদার হাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল সকালে নির্ধারিত ক্লাস মূল্যায়ন পরীক্ষা দিতে আসেন ফৌজদার হাট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। সেখানে ২০-৩০ জন লোক এসে স্কুল বন্ধ বলে সকল শিক্ষার্থীকে শ্রেণি কক্ষ থেকে বের করে দেন। স্কুলের অধ্যক্ষ সুমল কান্তি দত্ত মানবজমিনকে বলেন, জায়গার মালিক পরিবর্তন হতে পারে এটা স্বাভাবিক। কিন্তু এভাবে ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে স্কুল দখল করতে পারে না কেউ। পূর্বের মালিক গিয়াস উদ্দিনের সঙ্গে আমাদের পরিচালনা কমিটির চুক্তি রয়েছে। তারা আমাদের স্থান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় দেয়নি। আমি সীতাকুণ্ড প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তিনি জায়গার মালিক দাবি করা ব্যবসায়ী মো. মহসিনের বিরুদ্ধে অভিযোগ করেন, নির্ধারিত মূল্যায়ন পরীক্ষা দিতে না দিয়ে ম্যাজিস্ট্রেট আসবে, স্কুল বন্ধ এই কথা বলে সকল শিক্ষার্থীকে জোর পূর্বক স্কুল থেকে বের করে দেন।
এ বিষয়ে ব্যবসায়ী মো. মহসিন বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। আমি এই জায়গাটি গত ৯ মাস আগে আদালতে ন্যাশনাল ব্যাংকের নিলাম হতে কিনে নিয়েছি। বিষয়টি তাদের জানানো হয়েছে, কিন্তু তারা আমার সঙ্গে বসেনি। আদালতের নির্দেশনায় গত রোববার সীতাকুণ্ড ভূমি অফিস জায়গাটি পরিমাপ করেছেন। গতকাল ম্যাজিস্ট্রেট পুলিশ প্রশাসনের সহায়তায় জায়গাটি খালি করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক শান্তিশৃঙ্খলা বজায় রেখে আমি গতকাল দুপুর ১টায় স্কুলের মালামাল খালি করে মালিক মহসিনের কাছে জায়গাটি বুঝিয়ে দিয়েছি।