ঢাকা, ২০ জুন ২০২৫, শুক্রবার, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২২ মে ২০২৪, বুধবার
mzamin

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকরা জানায়, গত ১০ই মে আমাদের এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বেতন পরিশোধে ব্যর্থ হয়ে ১৫ই মে বেতন দেয়ার সময় নির্ধারণ করে কর্তৃপক্ষ। বাধ্য হয়ে শ্রমিকরা এই সিদ্ধান্ত মেনে নিলেও নির্ধারিত তারিখে  বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এসময় শ্রমিকরা কারখানার পার্শ্ববর্তী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ১৬ই মে তাদের সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এরপর ২১শে মে বকেয়া বেতন পরিশোধের নতুন দিন নির্ধারণ করলেও এদিন বেতন পরিশোধ না করে কারখানাটিতে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানাটির নারী শ্রমিক সাজেদা বেগম বলেন, প্রতি মাসে বেতন দেয়ার সময় কর্তৃপক্ষ টালবাহানা করে। আমরা সময়মতো বাসা ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে পারি না। বেতনের এই টাকায় আমাদের সংসার চলে এবং ছেলেমেয়েদের লেখাপড়া চলে। সময়মতো বেতন না পেলে স্কুলের বেতন, টিউশন ফি দিতে পারি না। ছেলেমেয়েরাও অপমানবোধ করে। গত মাসের বেতন আজ ২১ তারিখ হলেও এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। আমরা মানবেতর জীবনযাপন করছি। ইথিক্যাল গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার বেলাল হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর বেশি কোনো তথ্য ফোনে বলা যাবে না। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের চেষ্টা করছিলেন শ্রমিকেরা। অবরোধের কিছুক্ষণের মধ্যেই তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status