ঢাকা, ২ জুন ২০২৪, রবিবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জিরানী খালের দু’পাশের স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৮ মে ২০২৪, শনিবার
mzamin

রাজধানীর মান্ডা থেকে ত্রিমোহনী পর্যন্ত জিরানী খালের দু’পাশের স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মান্ডা-জিরানী খালপাড়বাসী। শুক্রবার সকালে কদমতলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আলী হোসেন, খবির উদ্দিন, মনিরুজ্জামান খান, বিলকিস খান কাজল, মেহেদী হাসান ও আনোয়ার হোসেন। এ সময় তারা বলেন, সরকারি বিভিন্ন রেকর্ড (জরিপ) অনুযায়ী আমরা মান্ডা ও জিরানী খালের উভয়পার্শ্বের জমির ব্যক্তিগত মালিক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অনুমোদিত প্ল্যান মোতাবেক ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। সরকারি বিভিন্ন কর যেমন- ভূমি উন্নয়ন কর, পৌর কর, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করে আসছি। সমপ্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আমাদের অজ্ঞাতসারে খালের দুই পাশ্বের ভবন ও জায়গায় খাল থেকে ১০ মিটার ৩৩ ফুট দূরে ‘লাল’ চিহ্নিত দাগ প্রদান করে। কি কারণে উক্ত লাল দাগ দেয়া হয়েছে তা আমাদের জানা নেই। আমরা এই লাল দাগ নিয়ে চিন্তিত। তবে শোনা যাচ্ছে, সরকার উক্ত খাল ও তৎসংলগ্ন জায়গার উপর দিয়ে মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ওয়াটার বাসওয়ে ইত্যাদি করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য উচ্ছেদের চিন্তা-ভাবনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
তারা আরও বলেন, আমরা সারা জীবনের কষ্টে উপার্জিত অর্থে, কেউ কেউ ব্যাংক ঋণে, কেউ গ্রামের বাড়ির পৈতৃক ভিটামাটি বিক্রি করে মাথা গোঁজার ঠাঁই বানিয়েছি। কেউ কেউ প্রভিডেন্ড ফান্ডের টাকা, স্ত্রীর গহনা বিক্রি করে বাড়ি বানিয়ে সর্বস্বান্ত হয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে আমরা এখন উপায় অন্তহীন। আমাদের অন্যত্র যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই। যদি নগর উন্নয়নের স্বার্থে একান্তই প্রয়োজন হয়, তাহলে আমাদের আশ্রয়ের/পুনর্বাসনের/ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উক্ত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা সরকারের উন্নয়ন কাজের অংশীদার হতে চাই। কিন্তু কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। তাই সরকারি বিধি মেনে অধিগ্রহণ করে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক। এজন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আশ্রয়হীন মানুষের আশ্রয়দাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status