ঢাকা, ২৯ মে ২০২৪, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ২০ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিনোদন

ফুল দিয়ে বরণের পরও নিপুণের রিট

স্টাফ রিপোর্টার
১৬ মে ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ক’দিন আগে শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে, এমন অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে। নিপুণের পক্ষে এ রিট আবেদন করেন এডভোকেট পলাশ চন্দ্র রায়। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। অথচ গত ১৯শে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল জয়ী হওয়ার পর তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ। তাদের সঙ্গে একত্রে কাজ করার কথাও বলেন। এবার প্রায় এক মাস পর নিপুণের এমন রিটে হতবাক হয়েছেন অনেকে। সামজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা।

বিজ্ঞাপন
বিষয়টি নিয়ে গতকাল শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মানবজমিনকে বলেন, আমি এ ধরনের কোনো কাগজপত্র পাইনি। সুতরাং এমন কাগজ না পেলে আমি সেটা নিয়ে কিইবা বক্তব্য দিবো। কারণ নিপুণ তো ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন আমাদের। আমরা তো জোর করে সেটা করাইনি। একত্রে কাজ করারও কথাও বলেছেন। এখন হঠাৎ করে তিনি কেন কি করলেন কিছুই বলতে পারছি না। কাগজ হাতে পেলে না আমি এ বিষয়ে বক্তব্য দেবো। তার আগে কিছুই বলতে পারছি না। তবে শুনেছি তিনি আমেরিকায় রয়েছেন। সেখান থেকে কীভাবে তিনি রিট করলেন সেটাও বুঝতে পারছি না। তবে সে যাই হোক, কাগজ যদি পাই তবে আনুষ্ঠানিক মন্তব্য করতে পারবো।

পাঠকের মতামত

ডিপজল ভাই কেন সিনেমার বিক্ষাত dialogue দিলেন না এখনো।

Ferdous
১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৫ অপরাহ্ন

চলচ্চিত্র শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে, বি এফ ডিসিতে কোন কাজ নেই, বেঁকার! তাই কাঁদা ছুড়াছুঁড়ি করে এরা আলোচনায় থাকতে চায়। কেউ কেউ মাঝে মধ্যে ডিগবাজি দিয়ে জানান দেয় যে তারা এখনো আছে। এদের কাজ দরকার, কাজ দিন ঠিক হয়ে যাবে। নয়তো এমন পাগলামি চলতেই থাকবে ... ...

Sakhawat
১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status