বিনোদন
মধ্যরাতে শ্রদ্ধার ফ্ল্যাটে আদিত্য, সম্পর্ক ভাঙলো অনন্যার সঙ্গে
বিনোদন ডেস্ক
(৫ মাস আগে) ৬ মে ২০২৪, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪১ অপরাহ্ন
দুই বছর ধরে সম্পর্কে ছিলেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ের র্যাম্প থেকে প্রথম ক্যামেরায় ধরা দিয়েছিলেন। পরে স্পেনেও একসঙ্গে দেখা যায় তাদের। এমনকি লন্ডন ও মালদ্বীপের একাধিক জায়গায়ও গিয়েছেন তারা। কয়েক মাস আগে করণ জোহরের শোয়ে এসে নিজেদের সম্পর্ক নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন এই জুটি। কিন্তু এর মধ্যে শোনা যাচ্ছে তাদের সম্পর্ক ভাঙ্গার কথা।
গত মাসে অনন্যা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে সেখানে লিখেছিলেন, যা একান্তই তোমার, তা তোমার কাছে ফিরে আসবেই। তুমি দূরে সরিয়ে দিলে, বারণ করে দিলেও, তা ফিরে আসবেই। এ সবই কিছু ঘটছে শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। অভিনেত্রীর এমন পোস্টেই ইঙ্গিত করা যায় প্রেম ভাঙনের দিকে। তবে এ বিষয়ে আদিত্য বা অনন্যা কেউই এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
এদিকে ক'দিন আগেই আদিত্যকে দেখা যায় মাঝরাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বের হতে। যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছে, পুরনো প্রেমের জেরেই ভেঙেছে আদিত্য-অনন্যার সম্পর্ক। এখন আদিত্য মাঝেমধ্যেই শ্রদ্ধার বাসায় যান, সময় কাটান। এই নিয়েই আদিত্য-অনন্যার সম্পর্কে চিড় ধরে।