বিনোদন
বিচ্ছেদের পর স্যার-ম্যাম সম্বোধন
বিনোদন ডেস্ক
২৫ মে ২০২৪, শনিবারনব্বই দশকের আলোচিত জুটি সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত। পর্দার প্রেম থেকে শুরু হয়েছিল তাদের বাস্তব জীবনের প্রেম। এরপর নানা বিতর্ক আর অভিযোগের পাহাড়ে বিচ্ছেদ হয় তাদের। এর ২১ বছর পর করণ জোহরের ‘কলঙ্ক’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন সঞ্জয়-মাধুরী। সেই সিনেমার প্রচারণা অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। সেই মঞ্চে একে-অপরকে ‘স্যার’ ও ‘ম্যাম’ সম্বোধন করতে দেখা যায় তাদের।