বিনোদন
প্রিয়াংকার কাণ্ড!
বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৪, বুধবারঅন্যান্য বিশেষ দিনের মতো মা দিবস উদ্যাপনে পিছিয়ে থাকেন না তারকারাও। তবে এদিন এক আজব কাণ্ড ঘটিয়ে বসেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। নিজের সন্তানের জায়গায় অন্য এক শিশুকন্যার ছবি পোস্ট করে লিখেছেন, এই সেই সুন্দরী, যে আমাকে মাতৃত্বের স্বাদ দিয়েছে। যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, ছবিটি প্রিয়াংকার ভাসুরের মেয়ের। ভুলে ছবিটি শেয়ার করেছিলেন তিনি।